Kane Williamson: শরীরে বাসা বাঁধল মারণ ভাইরাস! দ্বিতীয় টেস্টের বাইরে ক্যাপ্টেন কেন
শুক্রবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের আগে নিয়মমাফিক ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় কেনের রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত নিভৃতবাসেই থাকতে হবে তাঁকে।
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। শুক্রবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের আগে নিয়মমাফিক ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় কেনের রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত নিভৃতবাসেই থাকতে হবে তাঁকে। তবে দলের অন্য কারোর রিপোর্ট পজিটিভ নয়।
কিউয়ি কোচ গ্যারি স্টিভ জানিয়েছেন যে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেনের ছিটকে যাওয়া অত্যন্ত দুঃখের। তবে তাঁরা ওঁর পাশে আছেন। আপাতত নিউজিল্যান্ড দলকে কেনের বদলে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। কেনের বদলে দলে যোগ দিয়েছেন হ্যামিশ রাদারফোর্ড। লর্ডসে প্রথম টেস্টে জো রুট এর অনবদ্য সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় ইংল্যান্ড।
দ্বিতীয় টেস্টে সমতা ফেরাতে মরিয়া নিউজিল্যান্ড। ট্রেন্টব্রিজ টেস্ট হারলে সিরিজ খোয়াবে নিউজিল্যান্ড। চলতি তিন ম্যাচের টেস্টে সিরিজে প্রথমে ছেড়ে আপাতত ০-১ ব্যবধানে পিছিয়েনিউজিল্যান্ড। কেনের পাশাপাশি দ্বিতীয় টেস্টে তারা দলে পাবে না কলিন ডি গ্র্যান্ডহোমকে। গ্র্যান্ডহোম এর বদলে দলে এসেছেন মিচেল ব্রেসওয়েল।
আরও পড়ুন: India vs South Africa: ২০০-র ওপর রান করেও হার! লজ্জার ইতিহাসে পন্থের ভারত
আরও পড়ুন: Virat Kohli-Babar Azam: কোহলির রেকর্ড ভাঙলেন পাক অধিনায়ক বাবর আজম!