WATCH | Cricketer Death: ইন্দো-অজি সিরিজের মাঝে মর্মান্তিক খবর, খেলতে খেলতে মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের!
Cricketer Dies Of Cardiac Arrest: খেলতে খেলতে মাঠেই মৃত্যু! যে খবর বিশ্বাস করতে পারছেন না কেউই
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-০ এগিয়ে গিয়েছে (BGT 2024-25)। এবার অ্যাডিলেড দিন-রাতের টেস্ট (AUS vs IND, Pink-Ball Test ) শুরু ৬ ডিসেম্বর থেকে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের চোখ এখন বিজিটি-র দিকেই। কেউ কেউ আবার চোখ রেখেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও (SMAT 2024)! আর এমন ক্রিকেটের আবহে চলে এল এক মর্মান্তিক খবর। শোকের ছায়া মহারাষ্ট্রে! খেলতে খেলতে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩৫ বছরের ইমরান প্য়াটেলের (Imran Patel)
গত বৃহস্পতিবার পুণের গড়ওয়াড়ে স্টেডিয়ামে অলরাউন্ডার ইমরান ক্লাব স্তরের একটি ম্যাচে খেলতে নেমেছিলেন। ওপেন করতে নেমে ইমরান বেশ কয়েক ওভার খেলেও ফেলেছিলেন। আচমকাই তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর অনফিল্ড আম্পায়ারদের শারীরিক অবস্থার কথা জানিয়ে, মাঠ ছাড়ার অনুমতি নিয়েছিলেন। সাজঘরের ফেরার পথে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে বাকি ক্রিকেটাররাও ছুটে আসেন। পুরো ঘটনাটিন ফুটেজও ক্যামেরাবন্দি হয়েছে। এরপর ইমরানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, বাঁচানো সম্ভব হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: ৬, ৬, ৬, ৬, ৪! মেরে তক্তা বানালেন হার্দিক, বোলারদের চোখের জল বেরিয়ে গেল...
ইমরানের মৃত্যুতে অনেকে চমকে উঠেছেন। কারণ ইমরান একেবারে শারীরিকভাবে সুস্থ ছিলেন। অলরাউন্ডার হওয়ার কারণে, ইমরানের ফিটনেসও ছিল দুর্দান্ত। সবসময়ে মাঠে সক্রিয় থাকতেন তিনি। ফলে ইমরানের মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। এই প্রসঙ্গে ইমরানের সতীর্থ নাসের খান বলছেন, 'ইমারনের কোনও অসুস্থতার ইতিহাস ছিল না, ওর শারীরের অবস্থা যথেষ্ট ভালো ছিল। এমন এক অলরাউন্ডার ছিল যে, খেলা খুব পছন্দ করত। ওর প্রয়াণে আমরা বাকরুদ্ধ।
ইমরান তাঁর স্ত্রী এবং তিন কন্যাকে রেখে গেলেন, যার মধ্যে ছোটটির বয়স মাত্র চার মাস। ইমরান তাঁর এলাকার রীতিমতো পরিচিত ব্যক্তি। যিনি একটি ক্রিকেট দলের মালিকও ছিলেন। তাঁর রিয়েল এস্টেট ব্যবসাও ছিল। ফলের রসের দোকানও চালাতেন। চলতি বছর সেপ্টেম্বরে হাবিব শেখ নামে আরেক ক্রিকেটারও ঠিক একই ভাবে পুণেতে একটি ম্যাচ খেলতে গিয়ে মারা যান। যদিও হাবিব ডায়াবেটিক ছিলেন।
আরও পড়ুন: এবার প্রধানমন্ত্রীকেও ছাড়লেন না বিরাট! সংসদে দাঁড়িয়ে মুখের উপর দিলেন পাল্টা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)