কাশ্মীর নিয়ে মন্তব্য, আফ্রিদিকে পাঠ পড়ালেন মিয়াঁদাদ

শাহিদ আফ্রিদির কাশ্মীর প্রসঙ্গে করা মন্তব্য নিয়ে মিয়াঁদাদারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।

Updated By: Nov 17, 2018, 04:40 PM IST
কাশ্মীর নিয়ে মন্তব্য, আফ্রিদিকে পাঠ পড়ালেন মিয়াঁদাদ

নিজস্ব প্রতিনিধি : যার কাজ তারেই সাজে। এই আপ্তবাক্যকে মেনেই প্রত্যেকের চলা উচিত। বিশেষ করে একজন ক্রিকেটারের। দেশের যাবতীয় সমস্যা নিয়ে একজন ক্রিকেটারের মন্তব্য করার কোনও প্রয়োজন নেই। এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। সম্প্রতি শাহিদ আফ্রিদির কাশ্মীর প্রসঙ্গে করা মন্তব্য নিয়ে মিয়াঁদাদারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। সেখানে তিনি আফ্রিদিকে পাঠ পড়ালেন, একজন ক্রিকেটারের ঠিক কী নিয়ে বলা উচিত, আর কী নিয়ে একেবারে কোনও কথাই বলা উচিত নয়।

আরও পড়ুন-  বিরাট কোহলিকে সিওএ : অস্ট্রেলিয়ায় নিজের আচার-ব্যবহার ঠিক রেখো

কিছুদিন আগেই আফ্রিদি বলেছিলেন, ''পাকিস্তানের প্রশাসন কাশ্মীরের পরিস্থিতি সামলাতে পারবে না। পাক প্রশাসন তাদের চারটি প্রদেশই সামলাতে ব্যর্থ। তারা কী করে কাশ্মীরের অশান্ত পরিবেশ শান্ত রাখবে! পাকিস্তানের কখনও কাশ্মীর দাবি করা উচিত নয়। আমার মনে হয়, কাশ্মীর ভারতেরও থাকা উচিত নয়। কাশ্মীরকে আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা করা উচিত। ওখানে এত মানুষকে নির্বিচারে মারা হচ্ছে। মনুষ্যত্ব রক্ষা করা উচিত। যেভাবে কাশ্মীরে মানুষ মারা যাচ্ছে, মেনে নেওয়া যায় না। এমন পরিস্থিতি দেখতে খুব কষ্ট হয়।'' তাঁর এমন মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এমনকী, নিজের দেশেই ব্যাপক সমালোচনা শুরু হয় আফ্রিদিকে নিয়ে। শেষমেশ পরিস্থিতি বেগতিক দেখে ড্যামেজ কন্ট্রোলে নামেন তিনি। টুইটারে লেখেন, ''আমার মন্তব্যকে বিকৃত করে প্রচার করেছে ভারতীয় মিডিয়া। পাকিস্তানের প্রতি আমার ভালবাসা কোনও অংশে কম নয়। তবে কাশ্মীরের মানুষের টিকে থাকার লড়াইকে আমি সম্মান করি। আমার মনে হয়, যে কোনও মূল্যে ও পরিস্থিতিতে মানবতার জয় হওয়া উচিত। কাশ্মীরীরা যেন নিজেদের অধিকার ও দাবির যোগ্য মূল্য পায়।'' 

আরও পড়ুন-  ১১.৫ কোটির উনাদকটকে ছেড়ে নির্বাসিত স্মিথকে ধরে রাখল রাজস্থান

মিয়াঁদাদ বললেন, ''আফ্রিদি এই ব্যাপারে কথা বলার কেউ নয়। রাজনৈতিক ও অন্য স্পর্শকাতর বিষয়ে ক্রিকেটারদের নাক গলানোর প্রয়োজন নেই। খেলা ছাড়ার পর তাঁরা অন্য কোনও পেশায় চলে গেলে তার পর এসব প্রসঙ্গে কথা বলতে পারে। কিন্তু ক্রিকেটে থাকাকালীন দেশের একাধিক স্পর্শকাতর বিষয় নিয়ে কথা না বললেই হয়। যতক্ষণ একজন ক্রিকেটার ক্রিকেটের মধ্যে রয়েছে, ততক্ষণ তাঁর অখণ্ড মনোযোগ ক্রিকেটেই থাকা উচিত বলে আমি মনে করি।''

.