রেফারিকে ধাক্কা মেরে ঠিক কটি ম্যাচে নির্বাসিত হতে চলেছেন রোনাল্ডো জানুন

Updated By: Aug 15, 2017, 11:40 AM IST
রেফারিকে ধাক্কা মেরে ঠিক কটি ম্যাচে নির্বাসিত হতে চলেছেন রোনাল্ডো জানুন

ওয়েব ডেস্ক: সেই অর্থে মরশুমের প্রথম প্রতিযোগিতামূলক এল ক্লাসিকো। আর তাতেই মেসির বার্সেলোনার বিরুদ্ধে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়েল মাদ্রিদ। স্বভাবতই খুব খুশি রিয়েল মাদ্রিদের সমর্থকরা। যদিও আনন্দের পাশাপাশি, তাঁদের জন্য উদ্বেগেরও খবর রয়েছে। কারণ, ওই ম্যাচে লাল কার্ড দেখার পর রেফারিকে ধাক্কাও দিয়েছিলেন রোনাল্ডো। এরপর রেফারির রিপোর্টও জমা পড়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে। যার জন্যই মনে করা হচ্ছে, রোনাল্ডোকে সবথেকে কম চার ম্যাচে নির্বাসিত হতেই হবে।

আরও পড়ুন যুবরাজ সিংয়ের কি দলে ফেরার সম্ভাবনা আর নেই? কী বললেন প্রসাদ?

রেফারি তাঁর রিপোর্টে লিখেছেন, 'ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে লাল কার্ড দেখানো হয়। এরপরেই সে আমাকে মৃদুভাবে ধাক্কা মারে।' কিন্তু রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, রেফারিকে মৃদুভাবেও ধাক্কা মারার শাস্তিও বেশ গুরুতর। এক্ষেত্রে ওই ফুটবলারকে অন্তত চার থেকে ১২ ম্যাচের জন্য নির্বাসন করা যায়। তাই এল ক্লাসিকো জিতলেও, রিয়েল মাদ্রিদ সমর্থকদের জন্য খারাপ খবরও আসতে চলেছে। এখন দেখার রোনাল্ডোকে ঠিক কটি ম্যাচের জন্য নির্বাসিত করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন  টেস্ট সিরিজ জিতে হার্দিক পাণ্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি

.