কমনওয়েলথে টেবিল টেনিসে সোনা জিতে ইতিহাস মহিলাদের

কমনওয়েলথ গেমস-এ এই প্রথম সোনা জিতল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে ভারতের তৃতীয় সোনাটি এল সেই মেয়েদের হাত ধরেই।

Updated By: Apr 8, 2018, 06:28 PM IST
কমনওয়েলথে টেবিল টেনিসে সোনা জিতে ইতিহাস মহিলাদের

নিজস্ব প্রতিবেদন : রবিবার গোল্ড কোস্টে ভারতীয় মেয়েদের সোনার দিন। কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা। সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে মহিলাদের দলগত ইভেন্টে সোনা জিতলেন মৌমা-মনিকারা।

রবিবার ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে টেবিল টেনিসের ফাইনালে ওঠে ভারতীয় মহিলা দল। ফাইনালে প্রথম সিঙ্গলসে সিঙ্গাপুরের তিয়ান উই ফ্রেং-কে ১১-৮, ৮-১১, ৭-১১ গেমে হারান মনিকা বাত্রা। দ্বিতীয় সিঙ্গলসে হেরে যান মধুরিকা পটকর। এরপর ডাবলসে মধুরিকা পটকর-মৌমা দাস জুটি হারালেন সিঙ্গাপুরের ম্যাঙ্গিউ ইউ-ইয়ান ঝৌকে। খেলার ফল ১১-৬, ১১-৬, ৮-১১, ১১-৭ । ডাবলসে জিতে মৌমারা ভারতকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। আর শেষ সিঙ্গলসে  ইয়াম ঝৌকে ১১-৭, ১১-৪, ১১-৭ গেমে হারিয়ে ভারতকে  সোনা এনে দিলেন সেই মনিকা বাত্রা।  

আরও পড়ুন- কমনওয়েলথ গেমসে ভারতকে ষষ্ঠ সোনা এনে দিল শ্যুটিং

কমনওয়েলথ গেমস-এ এই প্রথম সোনা জিতল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে ভারতের তৃতীয় সোনাটি এল সেই মেয়েদের হাত ধরেই। ভারোত্তলক পুনম যাদব এবং শ্যুটার মনু ভাকের রবিবারই সোনা জিতে নেন। সবমিলিয়ে এখন পর্যন্ত গেমসে ৭টি সোনার পদক এল ভারতের ঘরে।

.