ইতিহাস: গেমস রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা ১৫ বছরের অনীশের

গোল্ড কোস্টে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন ১৬ বছর বয়সী শুটার মানু ভেকেরও। কমনওয়েলথে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে মানুর সোনার পদক জয়ের সেই নজিরকেও পিছনে ফেলে দিলেন ১৫ বছর বয়সী শুটার অনীশ ভানওয়ালা।

Updated By: Apr 13, 2018, 11:38 AM IST
ইতিহাস: গেমস রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা ১৫ বছরের অনীশের

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার গোল্ড কোস্টে শুটিংয়ের সৌজন্যে সত্যিই সোনার সকাল ভারতের। তেজস্বিনী সাওয়ান্তের পর ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ১৫ বছরের অনীশ ভানওয়ালা। কমনওয়েলথ গেমসে ভারতের ১৬ তম সোনা এল অনীশের হাত ধরেই।

আরও পড়ুন- গোল্ড কোস্টে ভারতের 'সোনার সকাল', শুটিংয়ে পদক তেজস্বিনী-অঞ্জুমের

শুক্রবার সকালে গোল্ড কোস্টে ইতিহাস গড়লেন ভারতীয় শুটার অনীশ ভানওয়ালা। কনিষ্ঠতম ভারতীয় হিসেবে কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতলেন হরিয়ানার সোনিপতের ১৫ বছরের অনীশ। শুধু তাই নয় একই সঙ্গে গেমস রেকর্ডও গড়েছেন তিনি। এদিন শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন অনীশ। ফাইনালে তিনি স্কোর করেন ৩০।

প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশ নিয়েই ইতিহাসে নিজের নাম তুলে ফেললেন অনীশ। গোল্ড কোস্টে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন ১৬ বছর বয়সী শুটার মানু ভেকেরও। কমনওয়েলথে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে মানুর সোনার পদক জয়ের সেই নজিরকেও পিছনে ফেলে দিলেন ১৫ বছর বয়সী শুটার অনীশ ভানওয়ালা।

.