Ravi Shastri: 'ড্যাডি দেখিয়ে দিল কে বস'!, প্রাক্তন শিষ্যের ভূয়সী প্রশংসায় গুরু

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে গত সোমবার একেবারে 'বুম বুমু বুমরা'কে দেখল আইপিএল। দুরন্ত প্রত্যাবর্তন করলেন তিনি। ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy) আগুনে বোলিং করলেন বুমরা। 

Updated By: May 10, 2022, 02:23 PM IST
Ravi Shastri: 'ড্যাডি দেখিয়ে দিল কে বস'!, প্রাক্তন শিষ্যের ভূয়সী প্রশংসায় গুরু
রবি শাস্ত্রী

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে একেবারে নিস্প্রভ ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিশ্ববন্দিত ভারতীয় জোরে বোলার প্রথম দশ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছিলেন। একেবারেই ধারাবাহিকতার মধ্যে ছিলেন না।

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে গত সোমবার একেবারে 'বুম বুমু বুমরা'কে দেখল আইপিএল। দুরন্ত প্রত্যাবর্তন করলেন তিনি। ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy) আগুনে বোলিং করলেন বুমরা। কেকেআর ব্যাটারদের গুঁড়িয়ে দিলেন ইয়র্কার আর বাউন্সার অস্ত্রে। ক্রোড়পতি লিগে এই প্রথম ফাইফার (পাঁচ উইকেট) পেলেন তিনি। 

বুমরার বোলিংয়ে মোহিত তাঁর প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। বুমরার প্রশংসায় টুইট করলেন তিনি। শাস্ত্রী লিখলেন, "ড্যাডি দেখিয়ে দিল কে বস। আশা করি তরুণরা বুমরার বোলিং দেখছে। ক্লাস ইজ পারমানেন্ট।" বুমরা কেকেআরের বিরুদ্ধে চার ওভার বল করে একটি মেডেন দেন। মাত্র ১০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। বুমরার সৌজন্যেই মুম্বই কেকেআরকে ২০ ওভারের মধ্যে ১৬৫/৯ রানে বেঁধে রাখতে পেরেছিল। কিন্তু কলকাতার রান তাড়া করতে নেমে মুম্বই ১১৩ রানে গুটিয়ে যায়। সৌজন্যে প্যাট কামিন্সের তিন উইকেট।

আরও পড়ুন: CSK: ধোনির সিএসকে কি এখনও প্রথম চারে যেতে পারে? রইল লিগ টেবিলের জটিল সমীকরণ

আরও পড়ুনRohit Sharma, IPL 2022: KKR জিতলেও খারাপ আম্পায়ারিংয়ের শিকার Rohit, বিতর্ক তুঙ্গে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.