মিস্টার কোহলি, আমি দুঃখিত...
ইএসপিএন-কে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক কালিনান আরও বলেছেন, "তুমি (বিরাট কোহলি) এখানে এসে বললে তোমাদের কিছু প্রমাণ করার নেই। বিশ্বের এক নম্বর হয়ে খেলতে এসে এখন তোমাদের সামনে হোয়াইটওয়াশের (৩-০) ভ্রকুটি। একটা ম্যাচও না জিতেই দেশে ফিরতে হবে।"
নিজস্ব প্রতিবেদন: যে কথাটা সিরিজ শুরুর আগে বলেছিলেন সুনীল গাভস্কর, সেই কথাটাই সিরিজ হারের পর আরও একবার মনে করিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার কালিনান।
খেলার খবর জানতে রাত ১১টায় দেখুন 'স্পোর্টস ২৪'
আফ্রিকায় সিরিজ খেলতে এসে প্র্যাকটিস ম্যাচই খেলল না ভারত। এটাকে শুধু ভুল বললে কমা বলা হবে, সঠিকভাবে বললে, ভুলের আগে বসাতে হবে 'মারাত্মক'। প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাস যে ফাঁকা কলসি তা বোঝা গেল দুই টেস্টের পরই। কেপটাউন আর সেঞ্চুরিয়ানে হারের পর কালিনানের মত এমনই। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার বিরাটকে সরাসরি নিশানা করে বলেন,"মিস্টার কোহলি, আমি দুঃখিত। তোমার প্রস্তুতি একেবারেই ভাল হয়নি।"
আরও পড়ুন- ১ রানের জন্য দু'বার 'আত্মহত্যা' পূজারার
ইএসপিএন-কে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক কালিনান আরও বলেছেন, "তুমি (বিরাট কোহলি) এখানে এসে বললে তোমাদের কিছু প্রমাণ করার নেই। বিশ্বের এক নম্বর হয়ে খেলতে এসে এখন তোমাদের সামনে হোয়াইটওয়াশের (৩-০) ভ্রকুটি। একটা ম্যাচও না জিতেই দেশে ফিরতে হবে।"
আরও পড়ুন- বিরাট উচ্চতায় কোহলি, ছুঁলেন গাভস্করের রেকর্ড
এখানেই শেষ নয়। কেপটাউনের নিউল্যান্ডসে হারের পর সেঞ্চুরিয়ানে বিরাটদের আরও প্রস্তুতির প্রয়োজন ছিল বলেই মনে করে ছিলেন কালিনান। আর সেটা না হওয়ায় বিরাট সহ কোচ রবি শাস্ত্রীকেও একহাত নিলেন এই আফ্রিকান ব্যাটসম্যান। সাক্ষাৎকারে কালিনান বলেন, "আমি ভেবেছিলাম নিউল্যান্ডসে হারের পর এখানে (সেঞ্চুরিয়ান) এসে পরের দিন অন্তত নেট প্র্যাকটিস করবে ভারত। সেটা না করে, গোটা দিনই ছুটি কাটাল ভারতীয় দল। আমি রবি শাস্ত্রীর জায়গায় থাকলে ছেলেদের বলতাম, "চলো...এখনও অনেকটা ক্রিকেট বাকি।"
আরও পড়ুন- স্ত্রীর জন্য চিন্তা, দক্ষিণ আফ্রিকায় ঘুম উড়েছে ইশান্তের