Deepika Kumari: কোয়ার্টার ফাইনালে হেরে দীপিকার Tokyo Olympics 2020 অভিযান শেষ
দীপিকার সেমিফাইনালে আর ওঠা হলো না।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বের এক নম্বর দীপিকা কুমারীর টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) অভিযান শেষ। কোয়ার্টার ফাইনালে উঠেও পরের ধাপে আর যাওয়া হলো না দীপিকার। শুক্রবার দক্ষিণ কোরিয়ার শীর্ষ বাছাই অ্যান সান ৬-০ হারিয়ে দিলেন দীপিকাকে।
এদিন সকালে দীপিকা রুশ প্রতিদ্বন্দ্বী সেনিয়া পেরোভাকে শুট-অফে (৬-৫) হারিয়ে দেশবাসীকে পদকের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছেই তাঁর বিজয়রথের চাকা বসে গেল। এই নিয়ে কেরিয়ারে তৃতীয়বার অলিম্পিক্সে খেলতে নেমেছিলেন দীপিকা।
আরও পড়ুন: Lovlina Borgohain: কে লভলিনা বড়গোহাঁই? অলিম্পিক্স পদক জয়ীর ব্যাপারে জানুন বিস্তারিত
#TeamIndia | #Tokyo2020 | #Archery
Women's Individual Quarterfinal ResultsArcher Deepika Kumari bows out of the QFs against An San of South Korea! Spirited effort @ImDeepikaK We'll come back #StrongerTogether #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/lO7uBrT1ba
(@WeAreTeamIndia) July 30, 2021
টোকিওতে প্রথমবার ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু আশা জাগিয়েও প্রত্যাশ পূরণে ব্যর্থ হন দীপিকা। ২০১২ লন্ডন অলিম্পিক্সে প্রথম রাউন্ডে হেরে যান তিনি। ঠিক চার বছর পর রিও অলিম্পিক্সে প্রি-কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয় দীপিকাকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)