Tokyo Olympics 2020: পরের রাউন্ডে Deepika Kumari
আশা জাগাচ্ছেন দীপিকা
নিজস্ব প্রতিবেদন: ভুটানের কার্মাকে হারিয়ে তীরন্দাজির দ্বিতীয় রাউন্ডে দীপিকা কুমারী (Deepika Kumari)। মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে দীপিকার পক্ষে ফল ৬-০। এর আগে তরুণ তীরন্দাজ প্রবীণ যাদবকে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। তার আগে অভিজ্ঞ তীরন্দাজ তরুণদীপ রাইকেও বিদায় নিতে হয়েছে অলিম্পিক্স থেকে।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বরের কাছে হারলেন Pravin Jadhav
#TeamIndia | #Tokyo2020 | #Archery
Women's Individual 1/32 Eliminations Results@ImDeepikaK progresses comfortably into the 1/16 Elimination Round after going past Karma of Bhutan. #WayToGo champ!! #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/Qew3EwBRgr(@WeAreTeamIndia) July 28, 2021
দীপিকা মুখোমুখি হবেন আমেরিকার জেনিফার মুচিনোর। আর কিছুক্ষণ পরেই সেই ম্যাচ। এবার দেখার দীপিকা সেই হার্ডেল টপকাতে পারেন কিনা! আশায় গোটা দেশ
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)