আজ ডার্বিতে সুভাষের বাজি তাঁর তরুণ ব্রিগেড, কোলাসোর টিমগেম

আজ কলকাতা ডার্বি। রবিবারের বিকালে গোটা রাজ্যের নজর থাকবে যুবভারতীতে। কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। এক নজরে দেখে নেওয়া যাক দুই শিবিরের দিক--

Updated By: Aug 31, 2014, 09:20 AM IST
আজ ডার্বিতে সুভাষের বাজি তাঁর তরুণ ব্রিগেড, কোলাসোর টিমগেম

ওয়েব ডেস্ক: আজ কলকাতা ডার্বি। রবিবারের বিকালে গোটা রাজ্যের নজর থাকবে যুবভারতীতে। কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। এক নজরে দেখে নেওয়া যাক দুই শিবিরের দিক--

ইস্টবেঙ্গল--অনেকদিন পর বড় ম্যাচে নামার আগে চাপে ইস্টবেঙ্গল। মাঠে ছন্নছাড়া পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে বিতর্কে জড়িয়ে পরা। ব্যাড প্যাচ কাটিয়ে ডার্বিতেই ছন্দে ফিরতে মরিয়া আর্মান্দোর লালহলুদ। অতীতের ভুল শুধরে রবিবারের লড়াইয়ে জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল।

মাঠের লড়াইয়ে ছন্নছাড়া পারফরম্যান্স। মাঠের বাইরে নানা বিতর্কে জড়িয়ে পরায় চাপা টেনশন। প্রায় চার বছর পর বড় ম্যাচে মোহনবাগানের আমনে সামনে হওয়ার আগে চাপে ইস্টবেঙ্গল। ডার্বির মহড়ায় ড্রেসিংরুমে গোয়ান কোচের একটাই স্লোগান। অতীতের ভুল শুধরে রবিবার ঝাঁপাও জয়ের জন্য। অল্প কয়েকদিনের  অভিজ্ঞতায় গোয়ানিজ কোচ ভালোই জানেন ডার্বির গুরুত্ব। এই ম্যাচে জয় মানেই অনেক সমস্যার সমাধানের রাস্তা যেমন বেড়িয়ে আসবে। তেমনি অনেক বিতর্কে ধামাচাপা পড়ে যাবে। সুভাষের বাগানের বিরুদ্ধে  ব্যাড প্যাচ কাটিয়ে ওঠাই কোলাসোর প্রথম টার্গেট।

বন্ধ ক্লাব তাঁবুতে মোহনবাগান বধের ড্রেস রিহরস্যাল সারল ইস্টবেঙ্গল। ম্যাচের একদিন আগে প্রথম একাদশ বেছে ফেলেছেন কোলাসো। বড় ম্যাচ ফুটবলারদের সেরাটা বের আনে। এই ম্যাচের দিকেই তাকিয়ে থাকেন ফুটবলাররা। কোলাসোর আশা মেহতাবরা এই ম্যাচেই ছন্দে ফিরবেন। নিজে চাপ নিচ্ছেন না। ফুটবলারদেরও চাপ দিচ্ছেন না কোলাসো। তাই  শনিবার অনুশীলন শেষে হালকা মেজাজে ফুটবলাররা। আইস বাকেট চ্যালেঞ্জ নিলেন বার্তোস, গুরবিন্দাররা।

মোহনবাগান-- মরসুমের প্রথম বড় ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে প্রস্তুত মোহনবাগান। মহমেডান ম্যাচের ভুল শুধরে সুপার সান্ডের মহারণে নামছে সবুজ মেরুন। ফাতাই, কাতসুমি বা বোয়া নয়, বড় ম্যাচে বাগানের ট্রামকার্ড টিডি সুভাষ ভৌমিক। তিন পয়েন্টের পাশাপাশি ভাল ফুটবল উপহার দিতে চান মোহন টিডি।

রবিবার মরসুমের প্রথম ডার্বি। বড় ম্যাচ মানেই মাঠ আর মাঠের বাইরে ঘটি-বাঙালের সেই চিরাচরিত লড়াই। ট্রফি খরা কাটানো,আগের ম্যাচের মহমেডানের কাছে হার ভুলে মোহনাবাগেনের এখন পাখির চোখ বাঙালির এই প্রেস্টিজ ফাইটের দিকে। ফাতাই বা কাতসুমি নন,বড়ম্যাচে মোহনবাগানের সেরা ট্র্যাম্পকার্ড টিডি সুভাষ ভৌমিক। ১৯৭০ সাল থেকে বড়ম্যাচের সঙ্গে জড়িয়ে বর্ষীয়ান এই কোচ। ফুটবলার হিসাবে খেলেছেন মোহনবাগান-ইস্টবেঙ্গলের ৭৫-এর ঐতিহাসিক শিল্ড ম্যাচ। আবার ইস্টবেঙ্গল কোচ হিসাবে বড়ম্যাচে ৩-৫ হারের স্বাদ পেতে হয়েছে তাঁকে। তাই বড়ম্যাচে যে কীভাবে বাজিমাত করতে হয়  তার অজানা নয়।

ইস্টবেঙ্গলের অভিজ্ঞতার বিরুদ্ধে সুভাষের বাজি তাঁর তরুণ ব্রিগেড।

 আগের ম্যাচগুলোর ভুলত্রুটি  শুধরে নিতে  এক সপ্তাহ সময় পেয়েছেন মোহনবাগান টিডি। মুখে বলছেন  লিগের দেড়শো তম ডার্বিতে জয়ের পাশাপাশি ভাল ফুটবলও চান তিনি। তবে অভিজ্ঞ সুভাষ ভৌমিক বেমালুম জানেন যে বড়ম্যাচে জয়ই  শেষ কথা।

 লিও বার্তোস- বড় ম্যাচে নিজেকে চেনাতে মরিয়া ইস্টবেঙ্গলের বিশ্বকাপার লিও বার্তোস। লালহলুদের এই মার্কি ফুটবলার যুবভারতীর মহারণে নামার জন্য মুখিয়ে রয়েছেন। বড় ম্যাচে নিউজিল্যান্ডের এই বিশ্বকাপারের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা।

ফাতাই- বড় ম্যাচে মোহনবাগান জার্সিতে অভিষেক হচ্ছে নাইজেরিয়ান ডিফেন্ডার ফাতাইয়ের। রক্ষণ জমাট রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচে ফাতাইকে মাঠে নামাচ্ছেন মোহনবাগান টিডি। কার্ড সমস্যায় বড় ম্যাচে খেলতে পারবেন না সাইডব্যাক শৌভক ঘোষ।

মরসুমের প্রথম বড় ম্যাচেই অভিষেক হচ্ছে মোহনবাগানের নাইজেরীয় মিডফিল্ডার ফাতাইয়ের। কিছুটা বাধ্য হয়েই র‍্যান্টি-ডুডুদের বিরুদ্ধে ফাতাইকে মাঠে নামিয়ে দিতে হচ্ছে মোহনবাগান টিডি সুভাষ ভৌমিককে। কার্ড সমস্যায় বড়ম্যাচে খেলতে পারবেন না সাইডব্যাক শৌভক ঘোষ।শৌভিকের জায়গায় সুভাষকে খেলাতে হচ্ছে ধনচন্দ্র সিংকে। তাই ডিপ ডিফেন্সে কিংশুকের সঙ্গী হচ্ছেন নবাগত ফাতাই। বড়ম্যাচে ফাতাইকে খেলানোর সিদ্ধান্ত কিছুটা ঝুঁকির হয়ে গেলেও এছাড়া তাঁর হাতে কোনও বিকল্প নেই বলে সাফ জানাচ্ছেন মোহনবাগান টিডি।

কয়েকবছর আগে সুব্রত ভট্টাচার্যের কোচিংয়ে অভিষেক হয়েছিল বিদেশি ফুটবলার জেলেনির। সেই ম্যাচে ইস্টবেঙ্গলের পেনকে কার্যত নড়তেই দেননি অসি এই ডিফেন্ডার। বড়ম্যাচে অভিষেক হতে চলা ফাতাইকে ঘিরেও একইরকম প্রত্যাশা মোহনবাগান সমর্থকদের।

 

 

.