কাল নিজের রেকর্ডটাই নষ্ট করে ফেললেন শিখর!
গতকাল সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট লায়ন্সের ম্যাচ দেখেছেন তো? ম্যাচের খবর তো জেনেই গিয়েছেন। গুজরাটকে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
ওয়েব ডেস্ক: গতকাল সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট লায়ন্সের ম্যাচ দেখেছেন তো? ম্যাচের খবর তো জেনেই গিয়েছেন। গুজরাটকে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
কালকের ম্যাচে শিখর ধাওয়ান কত করেছিলেন মনে আছে? ৪ বল খেলে ০ রান! আর এই ০ রান করার পর স্বপ্নের দৌড় থেমে গেল ভারতীয় দলের এই ওপেনারের। কারণ, তাঁর দলের অধিনায়ক ওয়ার্নারকে যতই বেশি চোখে লাগুক, খারাপ খেলছেন না শিখরও। টানা ৬১ ইনিংস পরে এসে কোনও টি২০ ম্যাচে ০ করলেন শিখর! এর আগে শিখর ধাওয়ান কোনও টি ২০ ম্যাচে ০ করেছেন, এমন ঘটনা ঘটেছে, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।