দুর্দশাগ্রস্থ শ্রীলঙ্কা ক্রিকেটকে বাঁচাতে অবসর ভেঙে ফিরছেন দিলশান!

শ্রীলঙ্কার সোনালী প্রজন্মের সেই দলে প্রায় সব তারকার সঙ্গে খেলেছেন দিলশান। 

Updated By: Sep 20, 2018, 03:06 PM IST
দুর্দশাগ্রস্থ শ্রীলঙ্কা ক্রিকেটকে বাঁচাতে অবসর ভেঙে ফিরছেন দিলশান!

নিজস্ব প্রতিনিধি : ক্রিকেটে ফিরতে পারে সেই বিখ্যাত 'দিলস্কুপ'। কারণ, শ্রীলঙ্কা ক্রিকেটের দুরাবস্থা দেখে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ওপেনার তিলকরত্নে দিলশান। দুই বছর আগে সব ধরণের ক্রিকেট থেকে বিদায় জানানে দিলশান নাকি নিজেই আবার শ্রীলঙ্কার হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। বিবিসির রিপোর্টার ও প্রযোজক আজ্জাম আমিনের টুইট থেকে দিলশানের ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'তিলকরত্নে দিলশান (৪২) আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন। একের পর এক তারকার অবসরে শ্রীলঙ্কা ক্রিকেটের খুব খারাপ অবস্থা। দিলশান লাক এফএম রেডিওতে জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপে তিনি খেলতে চান। বছর দুয়েক আগে তাঁর অবসরের যাওয়ার পিছনেও কিছু কারণ ছিল। তিনি সেগুলোও জানিয়েছেন।'

আরও পড়ুন-  এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন পাণ্ডিয়া

মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, সনথ জয়সূর্য, মুত্তাইয়া মুরলিধরন, চামিন্দা ভাসের মতো একের পর এক তারকা ক্রিকেটারে ভরা ছিল একসময়কার শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কার সোনালী প্রজন্মের সেই দলে প্রায় সব তারকার সঙ্গে খেলেছেন দিলশান। একে একে প্রায় সব তারকাই অবসরে চলে গিয়েছেন। পেরিয়েছে সোনালী সময়। এখন লঙ্কার ক্রিকেটের শ্রীহারা অবস্থা। আর সেই জন্যই পুরনরায় ক্রিকেটে ফিরতে চাইছেন দিলশান। দেশের ক্রিকেটের হাল ফেরাতে তাঁর এমন উদ্যোগকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন অনেকে।

আরও পড়ুন-  এক দিনে দশ উইকেট নিয়ে নজির গড়লেন মহম্মদ আব্বাস!

এশিয়া কাপ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। কিন্তু এবার সেই চ্যাম্পিয়ন দল অপেক্ষাকৃত কম শক্তিশালী বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছে। দলের এই করুণ অবস্থা দেখার পরই হয়তো দিলশান ফেরার সিদ্ধান্ত নিয়ে ভাবতে বসেছেন।

.