বাংলার ৪৪৩ এর জবাবে ১ রান চার উইকেটে হারাল অসম
)। অসম-১/৪
বাংলা-৪৪৪/৬ (ডি:)। অসম-১/৪
ওয়েব ডেস্ক: রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে ম্যাচে চালকের আসনে বাংলা। প্রথম দিনে কিছুটা অস্বস্তিতে থাকার পর দ্বিতীয় দিনে রাজত্ব করলেন বাংলার ক্রিকেটাররা। দিনের শেষটা অশোক দিন্দার সৌজন্যে অসমের কাছে গেল দুঃস্বপ্নের মত। অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া করলেও দিন্দা দু ওভার বল করে তুলে নিলেন অসমের চারটি উইকেট। দিন্দার পরপর দু বলে আউট হন গোকুল শর্মা ও রাহুল হাজারিকা। এরপর দিন্দা ফেরান অরূপ দাসকে। ওপেনার পল্লব দাসকেও আউট করেন দিন্দা। চার ওভার খেলে অসম হারিয়েছে ৪ উইকেটে করেছে মাত্র ১ রান।
এর আগে শ্রীবত্স গোস্বামী অপরাজিত ১১২ রান ও পঙ্কজ সাউয়ের ৯৯ রানের দুরন্ত ইনিংসের সৌজন্যে ৬ উইকেটে ৪৪৪ রান তোলার পর ডিক্লেয়ার ঘোষণা করে। দিনের খেলার শুরুতে বাংলার স্কোর ছিল ৪ উইকেটে ১৯১ রান। লক্ষ্মীরতন শুক্লা (২১) আউট হওয়ার পর পঙ্কজ-শ্রীবত্স যে পার্টনারশিপটা গড়লেন সেটার কোনও প্রশংসায়ই যথেষ্ট নয়। জুটিতে যোগ হয় ১৭৪ রান।
সরাসরি ম্যাচ জয় ছাড়া আর কোনও কিছুই ভাবছে না বাংলা। কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত হয়ে গেল বাংলার।