সচিন নন, আইসিসি-র 'হল অব ফেম'-এ জায়গা করে নিলেন এই ভারতীয়

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসি-র 'হল অব ফেম'-এ ঢুকে পড়লেন ...

Updated By: Jul 2, 2018, 10:19 AM IST
সচিন নন, আইসিসি-র 'হল অব ফেম'-এ জায়গা করে নিলেন এই ভারতীয়

নিজস্ব প্রতিবেদন : পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসি-র 'হল অব ফেম'-এ জায়গা করে নিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় এ দলের কোচ হিসাবে ইংল্যান্ড সফরে ব্যস্ত থাকায় রবিবার আইসিসির অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি৷ 'মিস্টার ডিপেন্ডেবলে'র স্মারকের ছবি টুইটারে পোস্ট করে আইসিসি লিখেছে 'দ্য ওয়াল ইজ ইন দ্য হল!'

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসি-র 'হল অব ফেম'-এ ঢুকে পড়লেন রাহুল দ্রাবিড়৷ তাঁর আগে বিষেন সিং বেদি, কপিল দেব, সুনীল গাভাসকর ও অনিল কুম্বলেকে 'হল অব ফেম'-এ সম্মানিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ১৬৪টি টেস্টে ১৩,২৮৮ রান আর একদিনের ক্রিকেটে ৩৪৪টি ম্যাচে ১০,৮৮৯ রান করেছেন দ্রাবিড়।  এর আগে ২০০৪ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন তিনি।  

আরও পড়ুন - রোনাল্ডো কেন ফুলহাতা জার্সি পরে মাঠে নামে, জানেন?
 
রবিবার ডাবলিনে বর্ণোজ্জ্বল অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তিনজন প্রাক্তন ক্রিকেটারকে 'হল অফ ফেম'-এ অন্তর্ভূক্ত করে৷ রাহুল দ্রাবিড়ের পাশাপাশি আইসিসি-র 'হল অব ফেম'-এ জায়গা পেলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং ও ইংল্যান্ডের প্রাক্তন মহিলা উইকেটকিপার-ব্যাটসম্যান ক্লেয়ার টেলর৷

.