স্বস্তি! লকডাউনের মাঝেই ম্যারাথন যাত্রা শেষে স্পেনে বাড়ি ফিরলেন কিবু-বেইটিয়া-মারিওরা

বুধবার সকালে ভারতীয় সময় সাড়ে বারোটায় আমস্টারডাম থেকে ছাড়ে বেইটিয়াদের মাদ্রিদের ফ্লাইট।

Reported By: সুশোভন মুখোপাধ্যায় | Edited By: সুখেন্দু সরকার | Updated By: May 6, 2020, 09:25 PM IST
স্বস্তি! লকডাউনের মাঝেই ম্যারাথন যাত্রা শেষে স্পেনে বাড়ি ফিরলেন কিবু-বেইটিয়া-মারিওরা

নিজস্ব প্রতিবেদন:  অবশেষে স্বস্তির নিঃশ্বাস। ম্যারাথন যাত্রার পর স্পেনে পৌঁছলেন ভিকুনা-মারিওরা। বুধবার সকালে ভারতীয় সময় সাড়ে বারোটায় আমস্টারডাম থেকে ছাড়ে বেইটিয়াদের মাদ্রিদের ফ্লাইট। স্পেনের রাজধানীতে পৌঁছে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মোহনবাগান- ইস্টবেঙ্গল এর স্প্যানিশ ফুটবলাররা।

মাদ্রিদ থেকে চার ঘণ্টার দূরত্বে মুটরিকুতে থাকেন বেইটিয়া। ভারতীয় সময় সন্ধের মধ্যেই বাড়ি পৌঁছে যান মোহনবাগানের তারকা মিডফিল্ডার। বেইটিয়ার সঙ্গেই আছেন ভিকুনা।  ফ্রাণ গঞ্জালেস- মোরান্তে মাদ্রিদ থেকে রওনা দেন কোরডোবায় নিজের বাড়িতে।


সন্ধের মধ্যেই বাড়ি ঢুকে যান ইস্টবেঙ্গলের স্প্যানিশ ব্রিগেডও। ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাড়ি ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুই প্রধানের স্প্যানিশ কোচ-ফুটবলররা। কোলাডোরা নির্বিঘ্নে বাড়ি পৌঁছনোয় নিশ্চিন্ত কলকাতায় থাকা দুই প্রধানের কর্তারাও।

 

রবিবার সকালে কলকাতা থেকে বেরিয়ে অবশেষে বুধবার বিকেলে বাড়ি ফিরলেন মোহনবাগান-ইস্টবেঙ্গল এর স্প্যানিশ ব্রিগেড। রবিবার সকালে নিউটাউনের আবাসন থেকে ছেড়েছিল ফুটবলারদের বিশেষ বাস। বিহার, ঝাড়খন্ড, বেনারস, আগ্রা হয়ে ম্যারাথন যাত্রা শেষে সোমবার বিকেলে রাজধানীতে পৌঁছয় কিবু ভিকুনা- মারিও রিভেরাদের বাস। এরপর মঙ্গলবার কাকভোরে স্প্যানিশ দূতাবাসের ব্যবস্থা করা বিশেষ বিমানে নেদারল্যান্ডস উড়ে যান তাঁরা। প্রায় ৯ ঘণ্টা বিমান যাত্রার পর আমস্টারডাম বিমানবন্দরে পৌঁছে যান কোলাডো-বেইটিয়ারা। মঙ্গলবার ভারতীয় সময় বেলা বারোটা নাগাদ আমস্টারডামে পৌঁছন ভিকুনা- মারিও রিভেরারা। বিমানবন্দরের কাছেই এক হোটেলে মঙ্গলবার বিশ্রাম নেন ফ্রান গঞ্জালেসরা।

আরও পড়ুন - লকডাউনে জোরকদমে ফিটনেস চর্চা, কেমন কাটছে ঋদ্ধির কোয়ারেন্টিন জীবন, জেনে নিন

.