কলকাতা লিগের গোলাপ তুলতে লাল হলুদের কাঁটা কোটি টাকার র্যান্টি
ঘরোয়া লিগে টানা চার ম্যাচে জিতে জেট গতিতে ছুটছে ইস্টবেঙ্গল। সুখের সংসারে একমাত্র অস্বস্তির নাম র্যান্টি মার্টিন্স। দল মাঠে মশাল জ্বালাচ্ছে। অথচ কোটি টাকার স্ট্রাইকারকে বেঞ্চে বসে সময় কাটাতে হচ্ছে। দেরি করে অনুশীলনে আসায় ফিটনেস সমস্যায় ভুগেছেন র্যান্টি। এর মধ্যেই র্যান্টিকে খেলাতে চেয়েছিলেন লালহলুদ কোচ। তা নিয়ে লিগের প্রথমদিকে বিশ্বজিত-র্যান্টির মধ্যে কিছুটা দুরত্বও তৈরি হয়েছিল। ম্যাচ না খেলে ফিট হওয়ার জন্য দুবেলা বিশেষ অনুশীলন করেছেন এই হাইপ্রোফাইল স্ট্রাইকার। এখন তিনি ম্যাচ খেলতে প্রস্তুত। কিন্তু টিমে তাঁর জায়গা হওয়া মুশকিল। তা তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেছেন কোচ বিশ্বজিত ভট্টাচার্য। দল যখন চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় তখন উইনিং কম্বিনেশন ভাঙতে চেয়ে বিতর্ক তৈরিতে নারাজ র্যান্টি নিজেও। দলের স্বার্থে আপাতত বাইরে বসে থাকতেও রাজি তিনি। সহকারী কোচ সামি ওমোলোর মতে কয়েকটা ম্যাচ খেললেই পুরো ফিট হয়ে যাবেন এই গোলমেশিন।
ওয়েব ডেস্ক: ঘরোয়া লিগে টানা চার ম্যাচে জিতে জেট গতিতে ছুটছে ইস্টবেঙ্গল। সুখের সংসারে একমাত্র অস্বস্তির নাম র্যান্টি মার্টিন্স। দল মাঠে মশাল জ্বালাচ্ছে। অথচ কোটি টাকার স্ট্রাইকারকে বেঞ্চে বসে সময় কাটাতে হচ্ছে। দেরি করে অনুশীলনে আসায় ফিটনেস সমস্যায় ভুগেছেন র্যান্টি। এর মধ্যেই র্যান্টিকে খেলাতে চেয়েছিলেন লালহলুদ কোচ। তা নিয়ে লিগের প্রথমদিকে বিশ্বজিত-র্যান্টির মধ্যে কিছুটা দুরত্বও তৈরি হয়েছিল। ম্যাচ না খেলে ফিট হওয়ার জন্য দুবেলা বিশেষ অনুশীলন করেছেন এই হাইপ্রোফাইল স্ট্রাইকার। এখন তিনি ম্যাচ খেলতে প্রস্তুত। কিন্তু টিমে তাঁর জায়গা হওয়া মুশকিল। তা তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেছেন কোচ বিশ্বজিত ভট্টাচার্য। দল যখন চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় তখন উইনিং কম্বিনেশন ভাঙতে চেয়ে বিতর্ক তৈরিতে নারাজ র্যান্টি নিজেও। দলের স্বার্থে আপাতত বাইরে বসে থাকতেও রাজি তিনি। সহকারী কোচ সামি ওমোলোর মতে কয়েকটা ম্যাচ খেললেই পুরো ফিট হয়ে যাবেন এই গোলমেশিন।
মরশুমের প্রথম বড় ম্যাচের আগে কয়েকটা ম্যাচে র্যান্টিকে কিছুক্ষণ খেলিয়ে দেখে নিতে চান বিশ্বজিত।