শনিবারের বারবেলায় যুবভারতীতে মহারণ

শুক্রবার সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও অনুশীলনে ইস্টবেঙ্গলের ছিল প্রাণোচ্ছলভাব। শনিবার ঘরোয়া লিগের ডার্বির আগে মরগ্যানসহ ফুটবলাররা ছিলেন হালকা মেজাজে।

Updated By: Jan 6, 2012, 07:37 PM IST

শুক্রবার সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও অনুশীলনে ইস্টবেঙ্গলের ছিল প্রাণোচ্ছলভাব। শনিবার ঘরোয়া লিগের ডার্বির আগে মরগ্যানসহ ফুটবলাররা ছিলেন হালকা মেজাজে। প্রায় পূর্নশক্তি নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল। তবে চোটের জন্য রবিন এবং নাওবা কে পাবে না ইস্টবেঙ্গল কিন্তু প্রধান দুই ভরসা টোলগে এবং মেহতাব এবার মাঠে নামছে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট পেলে লাল হলুদ লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত। তাই মোহনবাগানের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলার ইঙ্গিত অনুশীলনে দিলেন মরগ্যোন। রক্ষণভাগের নেতৃত্বেওপারা । দুটি সাইটব্যাককে সুযোগ বুঝে ওভারল্যাপে যাওয়ার নির্দেশ। মাঝখানে পেন মেহতাবের নেতৃত্বে আক্রমণভাগে ঝড় তোলার দায়িত্ব টোলগেদের ওপর। প্রথম ডার্বিতে হারলেও এই ম্যাচকে বদলার ম্যাচ হিসেবে দেখতে রাজী নন অধিনায়ক থেকে কোচ। শেষ হাসি কে হাসবে - লাল হলুদ না সবুজ মেরুন, সেটারই অপেক্ষা।

.