ISL 2020-21: হেরে ভারতীয় ফুটবলারদের তীব্র বিদ্রুপ! বিতর্কে জড়ালেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার
ম্যাচের শুরুতেই চোট পেয়ে ড্যানি ফক্সের বেরিয়ে যাওয়ার পরেই সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলারের।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![ISL 2020-21: হেরে ভারতীয় ফুটবলারদের তীব্র বিদ্রুপ! বিতর্কে জড়ালেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার ISL 2020-21: হেরে ভারতীয় ফুটবলারদের তীব্র বিদ্রুপ! বিতর্কে জড়ালেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/02/292649-eb.jpg)
নিজস্ব প্রতিবেদন: পরপর দুটো ম্যাচে হার। এটিকে মোহনবাগানের পর মুম্বই সিটি এফসি কাছেও ৩-০ গোলে হার এসসি ইস্টবেঙ্গলের। আর তাতেই ধৈর্য হারালেন লাল-হলুদ কোচ রবি ফাউলার। সরাসরি ভারতীয় ফুটবলারদের ওপর দায় চাপালেন তিনি। লিভারপুলের প্রাক্তন কিংবদন্তি স্পষ্ট বলেই দিলেন, "কিছু ভারতীয় ফুটবলারকে দেখে মনে হচ্ছে এদের আগে কেউ কোচিং করান নি। " ভারতীয় ফুটবলারদের নিয়ে এমন তীব্র বিদ্রুপ! ভারতীয় ফুটবলারদের তোপ দেগে বিতর্কে জড়ালেন ফাউলার।
ম্যাচের শুরুতেই চোট পেয়ে ড্যানি ফক্সের বেরিয়ে যাওয়ার পরেই সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলারের। মঙ্গলবার রক্ষণের ব্যর্থতাতেই মুম্বইয়ের কাছে হারতে হয়েছে। ম্যাচ শেষে হতাশ ফাউলার বলেন, "আমার নিজেকে খুব বিধ্বস্ত লাগছে। ৪-৫ দিন পর আবার ম্যাচ খেলতে হবে। আমাদের কাজ ফুটবলারদের শেখানো। এই দলের কিছু ভারতীয় ফুটবলারকে দেখে মনে হচ্ছে ওদের আগে কেউ কোচিংই করে নি। ফুটবলারদের ব্যক্তিগত ভুলে গোল হজম করতে হচ্ছে। আগের ম্যাচে যা ভুল হয়েছিল আজও একই ভুল হয়েছে।"
শনিবার , ৫ ডিসেম্বর পরের ম্যাচ এসসি ইস্টবেঙ্গলের। আর সেই ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। দুই ম্যাচে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি ফাউলারের দল। লিগ টেবিলে সবার শেষে রয়েছে এসসি ইস্টবেঙ্গল।
আরও পড়ুন - AUS vs IND: ক্যানবেরায় নিয়মরক্ষার ম্যাচে মুখরক্ষার জয় কোহলির টিম ইন্ডিয়ার