সূচী ক্ষোভ সঙ্গে নিয়ে গ্যাংটকে পৌঁছল ইস্টবেঙ্গল

আই লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে গ্যাংটক পৌঁছল ইস্টবেঙ্গল। সোমবার রাতেই গোয়া থেকে কলকাতায় পৌঁছয় মরগ্যানের দল।মঙ্গলবার সকালেই ফের শহর ছাড়েন চিড্ডি,পেনরা। শিলিগুড়ি হয়ে মঙ্গলবার সন্ধ্যেয় গ্যাংটক পৌঁছয় মরগ্যানের দল। ভারতের পশ্চিম প্রান্ত থেকে কলকাতা হয়ে উত্তর পূর্বাঞ্চলে পৌঁছে ক্লান্ত দলের সব ফুটবলারই। বুধবার অনুশীলন করেই মাঠে নামতে হচ্ছে টিম ইস্টবেঙ্গলকে।

Updated By: Oct 9, 2012, 10:51 PM IST

আই লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে গ্যাংটক পৌঁছল ইস্টবেঙ্গল। সোমবার রাতেই গোয়া থেকে কলকাতায় পৌঁছয় মরগ্যানের দল।মঙ্গলবার সকালেই ফের শহর ছাড়েন চিড্ডি,পেনরা। শিলিগুড়ি হয়ে মঙ্গলবার সন্ধ্যেয় গ্যাংটক পৌঁছয় মরগ্যানের দল। ভারতের পশ্চিম প্রান্ত থেকে কলকাতা হয়ে উত্তর পূর্বাঞ্চলে পৌঁছে ক্লান্ত দলের সব ফুটবলারই। বুধবার অনুশীলন করেই মাঠে নামতে হচ্ছে টিম ইস্টবেঙ্গলকে। বৃহস্পতিবার কলকাতায় অনুশীলন করার পর সেভাবে অনুশীলনই করতে পারেনি টিম ইস্টবেঙ্গল। তাই দলের প্রস্তুতি নিয়ে কিছুটা চিন্তিত লাল-হলুদ কোচ। বাইচুংয়ের দলের বিরুদ্ধে সম্ভবত প্রথম একাদশে ফিরতে চলেছেন হরমোনজিত সিং খাবরা। রবিন আর মননদীপ দলের সঙ্গে যাননি। তাই চিড্ডির সঙ্গে আক্রমনভাগে সম্ভবত শুরু করবেন বলজিত। 
আই লিগের সূচি নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল ফুটবলাররা। চার দিনের মধ্যে দুটো অ্যাওয়ে ম্যাচ খেলতে হচ্ছে লাল-হলুদ শিবিরকে।ইস্টবেঙ্গল ফুটবলারদের বক্তব্য ফেডারেশন কাপ থেকে কার্যত কোনও বিশ্রামই পাননি তারা।তবে সমস্ত প্রতিকূলতার মধ্যেও গ্যাংটকে সেরাটা দিতে প্রস্তুত তারা।এই প্রথমবার বাইচুংয়ের ইউনাইটেড সিকিমের মুখোমুখি হচ্ছে লাল-হলুদ শিবির।আই লিগের প্রথম ম্যাচেই সালগাঁওকরকে হারিয়ে চমক দিয়েছে বাইচুংয়ের দল।আই লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগে প্রতিপক্ষ সম্পর্কে সমীহের সুর মেহেতাবের গলায়।
 

.