উৎসব মিটতেই প্রস্তুতিতে নেমে পড়ল মোহন-বেঙ্গল

Updated By: Oct 3, 2017, 11:32 PM IST
উৎসব মিটতেই প্রস্তুতিতে নেমে পড়ল মোহন-বেঙ্গল

ব্যুরো: উৎসবের রেশ কাটিয়ে আই লিগের প্রস্তুতিতে নেমে পড়ল ইস্টবেঙ্গল। মঙ্গলবার সকাল থেকে হাওড়া স্টেডিয়ামে অনুশীলন শুরু করল খালিদ ব্রিগেড। টানা আটবার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন লালহলুদের পাখির চোখ এখন আই লিগে। নয়া বিদেশি চার্লস প্রথমদিন পুরোদমে দলের সঙ্গে অনুশীলন করেন। লালহলুদে ট্রায়াল দিতে শুরু করেছেন কামোর ভাই বাজু আর্মান। আগামী এক সপ্তাহ এই মিডফিল্ডারকে দেখবেন খালিদ। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। আই লিগের আগে চলতি মাসে বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারে ইস্টবেঙ্গল। 

অন্যদিকে, ঘরোয়া লিগ হারানোর হতাশা ভুলে সিকিম গোল্ড কাপের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। মঙ্গলবার দুপুরে দল নিয়ে বারাসত স্টেডিয়ামে নেমে পড়লেন শঙ্করলাল চক্রবর্তী। বাগানের অনুশীলনে প্রথমবার নামলেন নয়া দুই বিদেশি দিয়েগো ও ইউতা কিনাওয়াকি। একই সঙ্গে মহমেডান স্পোর্টিং থেকে আসা পাঁচজন ফুটবলারও এদিন প্রথমবার নামলেন সবুজমেরুনের অনুশীলনে। সিকিমে ফিল্ড টার্ফে ম্যাচ খেলতে হওয়ায় আপাতত বারাসতেই অনুশীলন করবেন ক্রোমারা। ছই অক্টোবার একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাগান। আটই অক্টোবর সিকিম যাবে শঙ্করলাল ব্রিগেড। 

.