লক্ষ্যে সফল লাল-হলুদ, জোড়া অ্যাওয়ে ম্যাচ ছয় পয়েন্ট হাসিল
জোড়া অ্যাওয়ে ম্যাচ থেকে ছয় পয়েন্টের টার্গেট নিয়ে শহর ছেড়েছিল ইস্টবেঙ্গল। লক্ষ্যে সফল লাল-হলুদ। ছয় পয়েন্ট নিয়েই বৃহস্পতিবার শহরে ফিরছে মরগ্যান ব্রিগেড। তবে ছয় পয়েন্টের স্বস্তির মধ্যেও মরগ্যানকে অস্বস্তিতে রাখছে আনোয়ারের চোট।
ব্যুরো: জোড়া অ্যাওয়ে ম্যাচ থেকে ছয় পয়েন্টের টার্গেট নিয়ে শহর ছেড়েছিল ইস্টবেঙ্গল। লক্ষ্যে সফল লাল-হলুদ। ছয় পয়েন্ট নিয়েই বৃহস্পতিবার শহরে ফিরছে মরগ্যান ব্রিগেড। তবে ছয় পয়েন্টের স্বস্তির মধ্যেও মরগ্যানকে অস্বস্তিতে রাখছে আনোয়ারের চোট।
বুধবার খেলার শুরুতেই কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় পঞ্জাবী ডিফেন্ডারকে। এমনিতেই অর্ণবের চোট। ছন্দে নেই গুরবিন্দরও। এই পরিস্থিতিতে আনোয়ারের চোট চিন্তা বাড়াল সাহেব কোচের। জিতলেও দলের খেলায় যে আরও উন্নতি প্রয়োজন,সেটা একবাক্যে স্বীকার করে দিচ্ছেন মরগ্যান। বিশেষ করে বড়লোকের বাউন্ডুলের ছেলের মত ওয়েডসনদের এই গোলমিস পরবর্তী সময়ে দলকে ভোগাতে পারে বলে দাবি সাহেব কোচের। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফ সি-র বিরুদ্ধে। যারা সব বিভাগেই শক্তিশালী। তাই ঘরের মাঠে তিন পয়েন্ট পেতে গেলে তাদের সেরা ফর্মে থাকতে হবে বলেই দাবি লাল-হলুদ টিম ম্যানেজমেন্টের।