Qatar World Cup 2022: কোন গ্রুপ কোন দল? দেখে নিন এক নজরে
আর্জেন্টিনা ‘সি’ গ্রুপে, ব্রাজিল ‘জি’ গ্রুপে।
নিজস্ব প্রতিবেদন: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। দরজার কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। এবছর কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) আটটি গ্রুপ। কোন গ্রুপে থাকছে কোন দল? তা চুড়ান্ত হয়ে গেল।
কাতার বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ হল গ্রুপ ‘ই। কারা রয়েছে এই গ্রুপে? স্পেন, জার্মানি, জাপান। চতুর্থ দল হিসেবে থাকবে কোস্টা রিকা অথবা নিউজিল্য়ান্ড। আর্জেন্টিনা ‘সি’ গ্রুপে, ব্রাজিল ‘জি’ গ্রুপে। কেমন হল গ্রুপ বিন্যাস?
কাতার বিশ্বকাপ ২০২২
---
গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন
গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, টিউনিশিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরশাহি
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টা রিকা/নিউজিল্যান্ড
গ্রুপ এফ: বেলজিমায়, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া
The #FIFAWorldCup groups are set
We can't wait! #FinalDraw pic.twitter.com/uaDfdIvbaZ
— FIFA World Cup (@FIFAWorldCup) April 1, 2022
এদিকে গ্রুপ বিন্যাস চূড়ান্ত হওয়ার আগেই প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল। নাম 'আল রিলা' (Al Rihla)। আরবি শব্দ। বাংলায় যার অর্থ ‘সফর’। প্রস্তুতকারক সংস্থার দাবি, এই বলের বাউন্স কিংবা সুইং নিয়ে সমস্যায় পড়তে হবে না ফুটবলারদের।