Euro 2020: ম্যাচের আগে পেলেন 'গার্ড অফ অনার', দেশের হয়ে অনন্য ইতিহাস লিখলেন Manuel Neuer

২০০৯ সালের আল-মাকতুম স্টেডিয়ামে ২৩ বছররে নয়্যারের জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল।

Updated By: Jun 8, 2021, 02:03 PM IST
Euro 2020: ম্যাচের আগে পেলেন 'গার্ড অফ অনার', দেশের হয়ে অনন্য ইতিহাস লিখলেন Manuel Neuer

নিজস্ব প্রতিবেদন: ইউরো কাপের (Euro 2020) আগে শেষ ওয়ার্ম-আপ ম্যাচে লাতভিয়ার (Latvia) বিরুদ্ধে নেমেছিল জার্মানি (Germany)। ম্যাচের আগে ড্রেসিংরুমের পরিবেশটাই ছিল অন্যরকম। দলের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার ( Manuel Neuer) খেলতে নামছেন দেশের জার্সিতে ১০০ নম্বর ম্যাচ। এর আগে জার্মানির কোনও গোলকিপারের ম্যাচের সেঞ্চুরি নেই। নিকটতম সাতের দশকের তারকা সেপ মায়া (৯৫টি ম্যাচ)। মাঠে নামার আগে নয়্যার পেলেন 'গার্ড অফ অনার'। জার্মান টিম তাঁকে দিল বিশেষ দস্তানাও। যেখানে জ্বলজ্বল করছে ১০০।

আরও পড়ুন: Euro 2020: Germany র রোডরোলারে পিষে গেল Latvia, গোল করেই আন্তর্জাতিক প্রত্যাবর্তন স্মরণীয় করলেন Thomas Mueller

২০০৯ সালের আল-মাকতুম স্টেডিয়ামে ২৩ বছররে নয়্যারের জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। দেখতে দেখতে এক যুগ কাটিয়ে ফেললেন ৩৫ বছরের 'সুইপার কিপার'। যাঁর ভাবনায় এখনও অবসর শব্দটির আমদানি হয়নি। নয়্যারের অভিষেক ম্যাচের স্মৃতিচারণা করে জার্মান কোচ লো বলেন, "ওকে প্রথমে দেখেই মনে হয়েছিল নয়্যার একদিন বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হবে। " আজ নয়্যার নিজেই অনুপ্রেরণা। বহু তরুণ গোলরক্ষক তাঁকে দেখে অনুপ্রাণিত হয়ে চলেছেন। এই প্রজন্মের তো বটেই এবং সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষকদের তালিকায় তিনি। বায়ার্ন মিউনিখের মহাতারকার ২০২০ সালে ফিফা-র বর্ষসেরা গোলরক্ষক হন। ২০১৪ সালে বিশ্বকাপ জার্মান জয়ী দলে নয়্যারের দস্তানা অনেক হিসেব বদলে দিয়েছিল। তিনি পেয়েছিলেন গোল্ডেন গ্লাভস। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.