Euro Cup Qualifier 2024: ডাচদের হেলায় হারালেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে কষ্টে জিতল এমবাপের ফ্রান্স
ডাবলিনের আভিভা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বিরতির পর ম্যাচে ৫০ মিনিটে ফ্রান্সকে গোল এনে দেন বেঞ্জামিন পাভার্ড। এরপর দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলে, তবে গোলের দেখা পায়নি কোনও দলই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউরো ২০২৪-এর বাছাইপর্বের (Euro Cup Qualifier 2024) ম্যাচে জয় পেল নেদারল্যান্ডস (Netharlands) ও ফ্রান্স (France)। দুটি দলই রয়েছে ‘বি’ গ্রুপে। সোমবার রাতে ডাচরা হেসেখেলে জিতলেও কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) জয়টা এসেছে বেশ কষ্টে।
ঘরের মাঠ দি কুইপ স্টেডিয়ামে জিব্রাল্টারকে (Gibraltar) ৩-০ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের ২৩ মিনিটে মেমফিস ডেপাইয়ের গোলে এগিয়ে গিয়েছিল ডাচরা। বিরতির পর নেদারল্যান্ডস আরও দুটি গোল পেয়ে যায়। সেই দুটি গোলই করেন ডিফেন্ডার নাথান আকে। ৫০ ও ৮২ মিনিটে গোল দুটি করেন তিনি।
আরও পড়ুন: Lionel Messi: বিরাট সম্মান! পেলে-মারাদোনার পাশে জায়গা করে নিলেন বিশ্ব ফুটবলের 'শাসক' মেসি
অন্যদিকে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বিরতির পর ম্যাচে ৫০ মিনিটে ফ্রান্সকে প্রথম সাফল্য এনে দেন বেঞ্জামিন পাভার্ড। এরপর দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলে, তবে গোলের দেখা পায়নি কোনও দলই। শেষ পর্যন্ত পাভার্ডের গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে এমবাপের দল।
ইউরো ২০২৪-এর বাছাইপর্বে এটি ফরাসিদের টানা দ্বিতীয় জয়। কাতার বিশ্বকাপের পরপরই অবসর নেন ২০১৮ সালে বিশ্বকাপ জেতা অধিনায়ক হুগো লরিস। ফ্রান্সের নতুন অধিনায়কের হাত ধরে জোড়া জয় পেল কাতার বিশ্বকাপের রানার্স দল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)