মাতৃহারা হলেন Team India-র প্রাক্তন জোরে বোলার Ashok Dinda
ময়নার বিধায়ক অশোক দিন্দার মা সন্ধ্যা রানী দিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2021/09/24/347315-sabya.jpg?itok=QispSdU3)
![মাতৃহারা হলেন Team India-র প্রাক্তন জোরে বোলার Ashok Dinda মাতৃহারা হলেন Team India-র প্রাক্তন জোরে বোলার Ashok Dinda](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/27/376932-ashokemaa.jpg)
নিজস্ব প্রতিবেদন: মাতৃহারা হলেন অশোক দিন্দা (Ashok Dinda)। মারা গেলেন ভারতীয় দল (Team India) ও বাংলার (Bengal) প্রাক্তন জোরে বোলারের মা। ময়নার বিধায়ক অশোক দিন্দার মা সন্ধ্যা রানী দিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে নিজের বাড়ি তমলুক ব্লকের নৈছনপুরগ্রামে পরলোকগমন করেন। মাতৃহারা বিধায়ক অশোক দিন্দা তাঁর দাদাদের সঙ্গে নিয়ে মায়ের দাহ কাজ করছেন।
আরও পড়ুন: Dinesh Karthik, IPL 2022: কোন বিশেষ কারণে কার্তিককে কুর্নিশ জানালেন Shoaib Akhtar? জেনে নিন