EXCLUSIVE, BCCI vs Chetan Sharma Controversy: বুমরা থেকে জাদেজার চোট নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন চেতন শর্মা

Chetan Sharma Sting Operation: এই ঘোষণা করেই গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু সিরিজ শুরুর আগের দিন হঠাৎই জানানো হয়, নেট প্র্যাকটিসের সময় নাকি বল করতে গিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলেন না তিনি। 

Updated By: Feb 14, 2023, 08:51 PM IST
EXCLUSIVE, BCCI vs Chetan Sharma Controversy: বুমরা থেকে জাদেজার চোট নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন চেতন শর্মা
জসপ্রীত বুমরার চোট নিয়ে রহস্য কাটছেই না। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফিটনেস নিয়ে আপোষ নয়। বিরাট কোহলি (Virat Kohli) টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক থাকার সময় বারবার এটা বলে আসতেন। তবে মুখ্য জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান (Chief Selector) চেতন শর্মা (Chetan Sharma) অবশ্য বিসিসিআই (BCCI) ও ভারতীয় ক্রিকেটকে নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরলেন। জি নিউজের (Zee News) বিশেষ অনুষ্ঠান #গেমওভার-এর (#GameOver) চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্য জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান। লুকনো ক্যামেরার সামনে চেতনের আরও দাবি এই র‍্যাকেটের সঙ্গে টিম ইন্ডিয়ার একাধিক তারকা জড়িয়ে রয়েছেন। এই ইস্যু নিয়ে বলতে গিয়ে চেতনের মুখে চলে আসে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) চোটের প্রসঙ্গ। এমনকি তাঁর বিস্ফোরক দাবি, একাধিক তারকা ক্রিকেটার জাতীয় দলে ঢোকার জন্য বেআইনিভাবে ওষুধ সেবন করেন! 

তিনি বলেন, "ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর বুমরার কোনও সমস্যা হয়নি। তবে দ্বিতীয় ম্যাচের আগে থেকেই বুমরার ব্যথা বাড়তে থাকে। ওর চোট বাড়লেও শুধু দলের থাকা ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য বুমরা চোট লুকিয়ে রেখেছিল। দ্বিতীয় ম্যাচের শেষে আমি দলের একজন আমাকে মেসেজ করে জানায় যে বুমরার ফের একবার এমআরআই করাতে হবে।"  

আরও পড়ুন: Hardik Pandya Marriage: হার্দিক-নাতাশার দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেলেন বিরাট-অনুষ্কা

আরও পড়ুন: Manoj Tiwary, BEN vs SAU: বদলার আবহের ফাইনালে ইডেনে 'গ্রিন টপ', সৌরাষ্ট্রকে হুঙ্কার দিলেন মনোজ

চেতনের দাবি একাধিক ক্রিকেটার অ্যান্টি ডোপিং ইঞ্জেকশন এবং ওষুধ খেয়ে নিজেদের ফিট বলে দাবি করে জাতীয় দলে কামব্যাক করার চেষ্টা করেন। তাঁর প্রতিক্রিয়া, "এক বিশেষ ইঞ্জেকশন নিয়ে আনফিট ক্রিকেটার, ফিটনেস সার্টিফিকেট হাতে নিচ্ছে। একাধিক ক্রিকেটার চুপচাপ এককোনায় গিয়ে ইঞ্জেকশন নিয়ে নিজেদের ফিট দাবি বলে দাবি করেছে।" এরপর চেতনের আরও দাবি, "একাধিক ডাক্তার বাজারে রয়েছে। তাছাড়া ক্রিকেটাররা খুব ভালোভাবেই জানে যে কীভাবে ডোপ টেস্ট এড়িয়ে যাওয়া ওষুধ খেয়ে নিজেদের ফিট বলে দাবি করা যায়।" 

সম্পূর্ণ ফিট বুমরা। এই ঘোষণা করেই গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু সিরিজ শুরুর আগের দিন হঠাৎই জানানো হয়, নেট প্র্যাকটিসের সময় নাকি বল করতে গিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলেন না তিনি। তাই তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি। সেই সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে সেই উদ্দেশ্যও পূরণ হল না। সূত্রের খবর, পিঠের চোট সারিয়ে এখনও সম্পূর্ণ ম্যাচ ফিট নন বুমরা। আর তাই তাঁকে এখনও মাঠে নামানোর ঝুঁকি নেওয়া হয়নি। আর এরইমধ্যে এত বড় বিস্ফোরণ ঘটিয়ে দিলেন চেতন। 

গত বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ওডিআই পিঠে চোট পেয়েছিলেন বুমরা। এরপর তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফেরানো হয়েছিল। তবে মাত্র একটি ম্যাচ খেলার পরেই, ফের পিঠের জন্য ছিটকে যান বুমরা। আর এবার অজিদের বিরুদ্ধেও দলের বাইরে চলে গেলেন তারকা পেসার। এহেন বুমরা কবে আবার মাঠে নামেন সেটাই দেখার। তবে এর চেয়েও বড় কথা হল এই বিতর্কের অবসান কীভাবে ঘটবে? 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.