পিঙ্ক টেস্টের প্রথম দিনেই ইডেনে ভারতীয় ক্রিকেটের ফ্যাব ফাইভ

মঙ্গলবার ঐতিহাসিক টেস্ট ঘিরে ইডেনে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান।

Updated By: Nov 13, 2019, 09:47 AM IST
পিঙ্ক টেস্টের প্রথম দিনেই ইডেনে ভারতীয় ক্রিকেটের ফ্যাব ফাইভ

নিজস্ব প্রতিবেদন : ইডেনে ঐতিহাসিক দিন-রাতের টেস্টে বাড়তি আকর্ষণ হতে চলেছে ভারতীয় ক্রিকেটের ফ্যাব ফাইভের উপস্থিতি। টেস্টের প্রথম দিনের বিরতিতে সচিন-সৌরভ-লক্ষ্ণণ-দ্রাবিড়-কুম্বলেকে নিয়ে বিশেষ চ্যাট শো করার পরিকল্পনা সিএবি-র।

 

পিঙ্ক টেস্টের হাত ধরে নস্টালজিয়া ফিরছে ইডেন গার্ডেন্সে। ঐতিহাসিক দিন-রাতের টেস্টের প্রথম দিন ক্রিকেটের নন্দন কাননে হাজির থাকতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ফ্যাব ফাইভ। সৌরভ গাঙ্গুর অধিনায়কত্বে একটা সময় বিশ্বক্রিকেটকে শাসন করেছিলেন রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্ণণ-রা। ভারতীয় ক্রিকেটের সেই পাঁচ নক্ষত্র হাজির থাকতে চলেছেন ইডেন গার্ডেন্সে। দিন-রাতের টেস্টের প্রথম দিন ভারতীয় ক্রিকেটের এই ফ্যাব ফাইভকে দিয়ে বিশেষ চ্যাট শো-র করার পরিকল্পনা রয়েছে সিএবি-র।

 

ঐতিহাসিক টেস্টের প্রথম দিন খেলা শুরুর আগে ইডেনে ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার ঐতিহাসিক টেস্ট ঘিরে ইডেনে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান। সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তাঁরা। পাশাপাশি পিঙ্ক টেস্টের বিশেষ পোস্টারে মুড়ে ফেলা হচ্ছে গোটা কলকাতা।

আরও পড়ুন - ছুটি কাটিয়ে টেস্টের প্রস্তুতি শুরু, ইন্দোরে গোলাপি বলে অনুশীলন করলেন কোহলি

.