WATCH: ফুটবলারের অপেক্ষায় সমর্থক, দেখা পেয়েই পরালেন বহুমূল্যের রোলেক্স! এটাই সৌদি আরব
Fabinho gifted a Rolex by Al-Itthad fan after strong display on Saudi Pro League debut: ফুটবলারের খেলায় মোহিত হয়েছেন ফ্যান। ম্য়াচের পর ফুটবলারের কব্জিতে তিনি বেঁধে দিলেন বহুমূল্যের ঘড়ি। সৌদিতে এসব নাকি আকছার ঘটে থাকে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮-২০২৩! লিভারপুলে পাঁচ বছর সার্ভিস দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহো (Fabinho)। তবে অ্যানফিল্ডকে আলবিদা বলে নেইমারের (Neymar) সতীর্থ বেছে নিলেন নতুন ডেস্টিনেশন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সৌদি চলো ডাকে সাড়া দিয়ে ফ্য়াবিনহো বেছে নিলেন আল-ইতিহাদ (Al-Ittihad)। ৪০ মিলিয়ন পাউন্ডে ফ্যাবিনহো এখন মধ্য়প্রাচ্যের ক্লাবে। করিম বেঞ্জেমা (Karim Benzema) ও এন'গোলো (N'Golo Kante) কান্তের পর এবার আল-ইতিহাদ দলে নিয়েছে ফ্য়াবিনহোকে। আল-ইতিহাদ সৌদি প্রো লিগের প্রথম ম্যাচেই ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আল রায়েদকে। আর এই ম্যাচে বেঞ্জেমার মতোই অভিষেক হয়েছে ফ্যাবিনহোর।
আরও পড়ুন: বাঘ নিয়েই ক্লাবে ব্রাজিলিয়ান তারকা!
ম্যাচে ফ্যাবিনহোর পারফরম্যান্স দেখে মোহিত হয়েছেন এক আল-ইতিহাদ ফ্যান। তিনি খেলা শেষে অপেক্ষা করছিলেন ব্রাজিলিয়ানের সাক্ষাতের জন্য়। ফ্যাবিনহো আসতেই, তাঁর কব্জিতে তিনি বেঁধে দিয়েছেন বহুমূল্যের রোলেক্স ঘড়ি। সটান ফ্যানের থেকে এমন উপহার পেয়ে চমকে যান ফ্যাবিনহো। এমনকী ঘটনার আকস্মিকতায় ফ্যাবিনহো হাত থেকে ঘড়িটিই ফেলে দেন। এই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বের আর কোনও প্রান্তে ফুটবলারের জন্য় ফ্যান এমনটা করছেন, তা ভাবাই প্রায় অসম্ভব। তবে সৌদিতে এই ঘটনা কোনও ঘটনাই নয়। বৈভবের সেই দেশে, এমন দামি দামি উপহার দেওয়া কার্যত রীতির মতোই। এই নিয়ে সেই দেশের কেউ খুব একটা ভাবিতও নন!
ফ্যাবিনহোকে আল-ইতিহাদে স্বাগত জানানো হয়েছিল বেনজির কায়দায়। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল সৌদি আরবের ক্লাব। সেখানে দেখা গিয়েছিল যে, ফ্যাবিনহো ক্যাজুয়াল পোশাকে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর হাতে ধরা লোহার শিকলে বাঁধা একটি বাঘ! দক্ষিণরায়ের সঙ্গে ফ্যাবিনহোর এই ভিডিয়ো দেখে থ হয়ে গিয়েছিল ফুটবলবিশ্ব। ফুটবল ইতিহাসে কোনও প্লেয়ারকে, এভাবে নতুন ক্লাবে স্বাগত জানানো হয়েছে বলে মনে পড়েনি ফুটবল বিশেষজ্ঞদেরও। লিভারপুলের হয়ে ফ্যাবিনহো সব ট্রফিই জিতেছেন। ২০০-র বেশি ম্য়াচ খেলে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়র লিগ, এফএ কাপ, কারাবাও কাপ (দু'বার), কমিউনিটি শিল্ড, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। লিভারপুল ছাড়ার পর ফ্যাবিনহো লিখেছিলেন, 'আজ আমি আমার ঘর থেকে চলে যাচ্ছি। পাঁচ বছর হয়ে গেল এই জার্সিটি পরছি। এবং সবসময় সর্বোচ্চ সম্মান এবং আনন্দের সঙ্গেই তা গায়ে চাপিয়েছি। লিভারপুলে প্রথম দিন থেকেই সকলে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি এই ক্লাবের অন্দরমহলে থেকে দেখেছি সেখানকার মানুষের মধ্যে কী অসাধারণ সম্পর্ক! আমাকে পরিবারের মতোই মনে করেছেন তাঁরা।' এখন দেখার ফ্যাবিনহো সৌদির ক্লাবে কী ফুল ফোটাতে পারেন!
আরও পড়ুন: Asia Cup 2023: দল ঘোষণার দিন, সম্ভাব্য স্কোয়াড, বাদ পড়ছেন কোন মহারথী? রইল সুপার-ডুপার সব আপডেট