FIFA World Cup 2022: গ্রিজম্যানের গোল বাতিল মানতে পারছেন না দিদিয়ের দেশঁ, ফিফা-কে কড়া চিঠি লিখল ফ্রান্স
টিউনিশিয়া প্রথমার্ধেই লিড পেয়ে যেতে পারত। খেলার বয়স তখন মাত্র ৮ মিনিট। এই ওহাবি কাজরি ফ্রান্সের বক্সে হানা দিয়ে গোল করে দেন। কিন্তু ভার-এর সাহায্যে সেবার বেঁচে যায় ফ্রান্স।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2022) 'ভার' (Video Assistant Referre) প্রযুক্তির জন্য একাধিক গোল বাতিল হয়েছে। কোনও দল এখনও পর্যন্ত অভিযোগ কিংবা প্রতিবাদ জানায়নি। তবে ফ্রান্স (France) সেই রাস্তায় হাঁটল না। বরং অ্যান্টনি গ্রিজম্যানের (Antoine Griezmann) গোল বাতিল নিয়ে ফিফা-র (FIFA) কাছে কড়া চিঠি দিল দিদিয়ের দেশঁ-র (Didier Deschamps) দল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে চিঠি লিখে ফ্রান্সের দাবি, রেফারি অন্যায় ভাবে তাদের গোল বাতিল করেছেন।
বুধবার দোহার এডুকেশন স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দেয় টিউনিসিয়া (Tunisia)। আগেই নক আউটে চলে গিয়েছিল ফ্রান্স। তাই সেই ম্যাচে রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে প্রথম একাদশের মোট নয় ফুটবলারকে বিশ্রামে পাঠিয়ে দেন দিদিয়ের দেশঁ। তবে ৫৮ মিনিটে ওহাবি কাজরি (Wahbi Khazri) গোল করে দেশঁ-র রক্তচাপ বাড়িয়ে দেন। এরপরেই গোল পেতে মরিয়া হয়ে কিলিয়ান এমবাপে (Kylian Embape) ও গ্রিজম্যানকে মাঠে নামিয়ে দেন দেশঁ। অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে গোলও করে দেন গ্রিজম্যান। তবে লাভ হয়নি। সতীর্থদের সঙ্গে উল্লাস করার ফাঁকেই ‘ভার’ জানিয়ে দেয়, গোল বাতিল। ফলে জেতা হয়নি ফ্রান্সের।
বৃহস্পতিবারই ফ্রান্স ফুটবল সংস্থা বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, গ্রিজম্যানের গোল ‘অযাচিতভাবে বাতিল’ করা হয়েছে। ফরাসি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, 'গ্রিজম্যানের গোল আমাদের মতে ভুল সিদ্ধান্তে বাতিল হওয়ায় আমরা লিখিত অভিযোগ করছি। চূড়ান্ত বাঁশি বাজানোর ২৪ ঘণ্টার মধ্যে এই অভিযোগ করতে হবে।'
২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পর থেকে চলা বিশ্বমঞ্চে ফ্রান্সের অপরাজেয় পথচলা অবশেষে থামে। কোয়ার্টারে ফাইনালে জার্মানির কাছে হারতে হয় ০-১ গোলে। রাশিয়া বিশ্বকাপে সব ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।