Lionel Messi, FIFA World Cup 2022: 'মেসির চোখে কান্না দেখতে চাই!' লিওকে কটাক্ষ করে বিতর্কে ব্রাজিলের প্রাক্তন স্ট্রাইকার
শেষ চারের লড়াইয়ে নীল-সাদা জার্সিধারীদের হারাতে না পারলে ব্রাজিল ফাইনালে পৌঁছতে পারবে না। আবার দুই প্রতিবেশী দেশের লড়াই রক্তচাপ বাড়িয়ে দেয়।
জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: খাতায়-কলমে ম্যাচটা চলতি বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনাল। তবে একইসঙ্গে আর্জেন্টিনা (Argentina) ও নেদারল্যান্ডস (Netharlands), দুই দলের কাছেই এই ম্যাচ আর একটা 'ফাইনাল'। কারণ পা হড়কে গেলেই একটা দল বিদায় নেবে। ঠিক এমন একটা ম্যাচের আগে লিওনেল মেসিকে (Lionel Messi) কটাক্ষ করে অহেতুক বিতর্কে জড়িয়ে গেলেন ব্রাজিলের (Brazil) প্রাক্তন স্ট্রাইকার ফ্রেড (Fred)। যেহেতু ব্যক্তির নাম 'এল এম টেন' (LM 10), তাই ফ্রেডকে তুলোধুনা করছেন মেসির অগনিত সমর্থকরা।
আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা কেউই একে অপরকে সহ্য করতে পারেন না। দুই দেশের ফুটবল-দ্বৈরথের কথা সবারই জানা। একে অপরকে কটাক্ষ করতেও ছাড়েন না কেউ। ফ্রেড বলেছেন, 'আমি চাই সেমি ফাইনালে মুখোমুখি হোক ব্রাজিল ও আর্জেন্টিনা। আর মেসি কাঁদুক!'
আরও পড়ুন: Kylian Mbappe, FIFA World Cup 2022: হাসপাতাল থেকেই এমবাপেকে ধন্যবাদ জানালেন কিংবদন্তি পেলে
শেষ চারের লড়াইয়ে নীল-সাদা জার্সিধারীদের হারাতে না পারলে ব্রাজিল ফাইনালে পৌঁছতে পারবে না। আবার দুই প্রতিবেশী দেশের লড়াই রক্তচাপ বাড়িয়ে দেয়। অনেকে মনে করছেন সেমি ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হলে সেটাই হবে বিশ্বকাপের ফাইনাল। গত বছর কোপা আমেরিকা ফাইনালে দেখা হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনার। সেই ম্যাচে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে জিতেছিল আলবিসেলেস্তেরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)