FIFA World Cup 2022, Lionel Messi and Cristiano Ronaldo: বিশ্বকাপ মহারণের আগে দাবার বোর্ডে মুখোমুখি দুই প্রবল প্রতিদ্বন্দ্বী! মেসি-রোনাল্ডোর বিজ্ঞাপন ভাইরাল
Lionel Messi and Cristiano Ronaldo: অতীতে ব্যালন ডি'ওরের মঞ্চে মেসির প্রশংসা করেছিলেন রোনাল্ডো। খেলার মাঠে দু'জনের যতোই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, মাঠের বাইরে দু’জনেই একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধা করেন। রোনাল্ডো আরও বলছেন, 'মেসি আমার সম্পর্কে যে ভাবে কথা বলে তাতে আমি ওকে সত্যিই খুব শ্রদ্ধা করি। আমার স্ত্রী সম্পর্কে শ্রদ্ধাশীল ওর স্ত্রী, এমনকী আমার বান্ধবীও ওদের সম্মান করে। আমার বান্ধবী আর্জেন্টিনার। মেসি সম্পর্কে আমি আর কী বলব? দারুণ একজন মানুষ। ফুটবলকে অনেক কিছু দিয়েছে।'
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দেশ হোক কিংবা ক্লাব ফুটবল, গত ১৬ বছর ধরে ৯০ মিনিটের একে আর একজনের প্রবল প্রতিদ্বন্দ্বী। লিওনেল মেসি (Lionel Messi) পাঁচটি ব্যালন ডি'ওর (Ballon d'Or) জিতেছেন। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) তিনটি ব্যালন ডি'ওর। তবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকার এক জায়গায় দারুণ মিল। ভাগ্যের ফের-ও বলতে পারেন। দু'জনেই এখনও বিশ্বকাপ (World Cup) জয়ের স্বাদ পায়নি। এরমধ্যে আবার দুই জীবন্ত কিংবদন্তির এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ) (FIFA World Cup 2022। এমন প্রেক্ষাপটে কাতারের মহারণে নামার আগে ফের একবার একফ্রেমে 'এল এম টেন' (LM 10) এবং 'সি আর সেভেন' (CR 7)। কাপ যুদ্ধের আগে এক বিজ্ঞাপনে একফ্রেমে ধরা দিলেন দুই মহাতারকা। দাবার বোর্ডে (Chessboard) একে অন্যের বিপরীতে বসে দুজন। দু'জনেরই চোখ বোর্ডের দিকে। স্বভাবতই আর্জেন্টিনা (Argentina) ও পর্তুগালের (Portugal) মহাতারকার সেই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
ব্যাগ প্রস্তুতকারী ওই সংস্থা লুই ভিত্তরের তরফে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। লেখা হয়েছে, 'সাফল্যটা মানসিক। কেরিয়ারের সবচেয়ে লোভনীয় ট্রফি রাখার স্পোর্টিং ট্রাঙ্কের বিজ্ঞাপনে ফুটবলের সেরা দুই প্রতিভাবান তারকাকে আমরা একফ্রেমে পেয়েছি।' আর তারপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা। এহেন ফ্রেম দেখে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। দুজন'ই কেরিয়ারের সায়াহ্নে চলে এসেছেন। সম্ভবত এটাই তাদের শেষ বিশ্বকাপ। শেষটা তাই শিরোপা দিয়ে রাঙাতে চান দুই ফুটবলার। বিশ্বকাপের আগে মেসি-রোনাল্ডোকে নিয়ে আলোচনাও তুঙ্গে। ঠিক এমন সময় দু'জনকে দেখা গেল একই ফ্রেমে। এই বিশেষ ছবিটা মেসি-রোনাল্ডো দু'জনই নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। যা পুরো ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে। দুই তারকার ভক্তরাও এমন ছবি দেখে রোমাঞ্চিত। বইছে লাইক, শেয়ারের বন্যা।
আরও পড়ুন: Lionel Messi and Cristiano Ronaldo: সবচেয়ে বড় 'শত্রু' মেসিকে প্রশংসায় ভরিয়ে দিলেন 'সি আর সেভেন'
মেসি না রোনাল্ডো? কার প্রভাব ফুটবলপ্রেমীদের কাছে বেশি? কে বেশি বড় তারকা? সেটা নিয়ে এখনও তর্ক চলছে। এবং চলবে। তবে মাঠে ৯০ মিনিটের লড়াইয়ের শেষে দু'জনের মধ্যেই রয়েছে নিখাদ বন্ধুত্ব। এবং একে অপরের প্রতি সম্মান। পিয়ার্স মর্গ্যানকে (Piers Morgan) দেওয়া সাক্ষাৎকারে মেসির প্রসঙ্গও উঠেছিল। রোনাল্ডো বলেন, 'মেসি অবিশ্বাস্য ফুটবলার। এক কথায় টপ প্লেয়ার। আমরা দু’জন ১৬ বছর ধরে এই মঞ্চ শেয়ার করছি। ভাবুন একবার ১৬ বছর। মেসির সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমি ওর বন্ধু হয়তো না। বন্ধু বলতে যা বোঝায় সেটা হয়তো আমি নই। এক বন্ধু আর এক বন্ধুর ঘরে যায়, ফোনে কথা বলে আমরা তেমন কিছু করি না। কিন্তু আমি ওর সতীর্থের মতোই।'
এমনকি অতীতে ব্যালন ডি'ওরের মঞ্চে মেসির প্রশংসা করেছিলেন রোনাল্ডো। খেলার মাঠে দু'জনের যতোই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, মাঠের বাইরে দু’জনেই একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধা করেন। রোনাল্ডো আরও বলছেন, 'মেসি আমার সম্পর্কে যে ভাবে কথা বলে তাতে আমি ওকে সত্যিই খুব শ্রদ্ধা করি। আমার স্ত্রী সম্পর্কে শ্রদ্ধাশীল ওর স্ত্রী, এমনকী আমার বান্ধবীও ওদের সম্মান করে। আমার বান্ধবী আর্জেন্টিনার। মেসি সম্পর্কে আমি আর কী বলব? দারুণ একজন মানুষ। ফুটবলকে অনেক কিছু দিয়েছে।'
— Piers Morgan Uncensored (@PiersUncensored) November 17, 2022
একটা সময় এল ক্লাসিকো-তে দুই মহাতারকা বহুবার মুখোমুখি হয়েছেন। দু'জনের সাক্ষাতের জন্য এল ক্লাসিকোর মান বেড়ে গিয়েছিল। লা লিগা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। মেসি বার্সেলোনা ছেড়ে চলে গিয়েছেন প্যারিস সাঁ জাঁয়। রোনাল্ডো রিয়াল ছেড়ে জুভেন্টাস হয়ে ফের একবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি চাপিয়েছেন। সেই ম্যান ইউ-র সঙ্গেও সম্পর্ক খারাপের দিকে রোনাল্ডোর। তবে তাই বলে মেসির প্রতি তাঁর সম্মান এতটুকু কমেনি।