FIFA World Cup Final 2022, ARG vs FRA: মেসি না এমবাপে? কার দলের উপর বাজি ধরছে টিম ইন্ডিয়া? মজার জবাব দিলেন কেএল রাহুল

ভারতীয় ক্রিকেটারদের ফুটবল খেলে গা ঘামানো নতুন ঘটনা নয়। সময় পেলেই ফুটবল খেলে ওয়ার্ম আপ করে। তাই কে এল রাহুল ফের যোগ করলেন, 'আমরা সবাই ফুটবল ভালোবাসি। এবং আপনারা প্রত্যেকে দেখেছেন আমরা ফুটবল খেলি। আমাদের দলে কেউ ব্রাজিলকে সমর্থন করে, কেউ আবার ইংল্যান্ডকে। দুটো দল বাদে সবাই ছিটকে গিয়েছে।' 

Updated By: Dec 18, 2022, 07:13 PM IST
FIFA World Cup Final 2022, ARG vs FRA: মেসি না এমবাপে? কার দলের উপর বাজি ধরছে টিম ইন্ডিয়া? মজার জবাব দিলেন কেএল রাহুল
লিওনেল মেসি না কিলিয়ান এমবাপে? কে হাসবেন শেষ হাসি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও সেটা ছিল মাত্র উপলক্ষ্য। আসলে বাকি দুনিয়ার মতো বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থদের (Rishabh Pant) নজরও সেই কাতারের মহারণের দিকে। আর কিছুক্ষণ পরেই চলতি বিশ্বকাপের মেগা ফাইনালে (FIFA World Cup Final 2022) আর্জেন্টিনা (Argentina) বনাম ফ্রান্সের (France) ডুয়েল। দুই দলেই তারকার সমারোহ। তবুও সবার নজর সেই লিওনেল মেসি (Lionel Messi) ও কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) দিকেই। কিন্তু প্রশ্ন হল টিম ইন্ডিয়ার (Team India) নজর কোন দলের দিকে রয়েছে? কোন দলের জন্য জমে উঠবে তর্ক? কার জন্য গলা ফাটাবেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)-চেতেশ্বর পূজারারা (Cheteshwar Pujara)? মজার জবাব দিলেন চট্টগ্রাম টেস্টের 'স্টপগ্যাপ' অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। 

১৮৮ রানে প্রথম টেস্ট জিতে আসার পর সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন করা হলে ভারতের ওপেনার বলেন, 'আসলে আমরা সমর্থন করতাম, সেই দলের অনেকেই হেরে বাড়ি চলে গিয়েছে। আর্জেন্টিনা বা ফ্রান্সের প্রকৃত সমর্থক কে, সেটা আমার জানা নেই। ম্যাচটা আমরা শুধু উপভোগ করব। আমরা একসঙ্গে বসে খেলা দেখব। সঙ্গে থাকবে ভাল খাবার। যাই হোক না কেন, পাঁচটা দিন খুবই ক্লান্তিকর ব্যাপার। আজকের রাতটা উপভোগ করতে চাই।' 

আরও পড়ুন: Lionel Messi and Kylian Mbappe, FIFA World Cup Final 2022: মেসি, এমবাপের গোল সমান হলে কার হাতে উঠবে 'গোল্ডেন বুট'? জেনে নিন নিয়ম

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup Final 2022: 'বাবা বিশ্বকাপটা কিন্তু জিতেতেই হবে' মেসিকে আবেগি চিঠি লিখল ১০ বছরের থিয়াগো

ভারতীয় ক্রিকেটারদের ফুটবল খেলে গা ঘামানো নতুন ঘটনা নয়। সময় পেলেই ফুটবল খেলে ওয়ার্ম আপ করে। তাই কে এল রাহুল ফের যোগ করলেন, 'আমরা সবাই ফুটবল ভালোবাসি। এবং আপনারা প্রত্যেকে দেখেছেন আমরা ফুটবল খেলি। আমাদের দলে কেউ ব্রাজিলকে সমর্থন করে, কেউ আবার ইংল্যান্ডকে। দুটো দল বাদে সবাই ছিটকে গিয়েছে।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.