Lionel Messi, FIFA World Cup Final 2022: অনুশীলনে নেই হ্যামস্ট্রিংয়ে কাবু মেসি, কোথায় ছিলেন? মেগা ফাইনালের যুদ্ধে কি নামতে পারবেন?

লুকা মদ্রিচদের বিরুদ্ধে শেষ চারের ম্যাচ খেলার সময়ই হ্যামস্ট্রিংয়ের চোটে বেশ অস্বস্তি বোধ করছিলেন তিনি। মাঠে দাঁড়িয়েই পায়ে ম্যাসাজ করতে দেখা যায় তাঁকে। যদিও সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পর একক দক্ষতায় ক্রোয়েট ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ পাস দিয়ে জুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করান 'এল এম টেন'।

Updated By: Dec 16, 2022, 04:42 PM IST
Lionel Messi, FIFA World Cup Final 2022: অনুশীলনে নেই হ্যামস্ট্রিংয়ে কাবু মেসি, কোথায় ছিলেন? মেগা ফাইনালের যুদ্ধে কি নামতে পারবেন?
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এভাবেই হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু ছিলেন লিওনেল মেসি। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৮ ডিসেম্বরের ম্যাচটা শুধু তাঁর কাছে মেগা ফাইনাল (FIFA World Cup Final 2022) নয়। লিওনেল মেসির (Lionel Messi) আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ বলে কথা। তাই তিনি এমন একটা ম্যাচে বেঞ্চে বসে থাকবেন কিংবা 'সুপার সাব' হিসেবে মাঠে নামবেন, ভাবাই যায় না। তবে এটাও সত্যি যে ফ্রান্সের (France) বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচে নামার আগে হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক। তবুও মেসি কিন্তু তাঁর সম্মানের ম্যাচে মাঠে নামবেন। সেই ইঙ্গিত দিয়ে রাখলেন খোদ মেসি। এমনকি মেসির চলতি বিশ্বকাপের (FIFA World Cup 2022) ফাইনাল খেলা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন নীল-সাদা বাহিনীর গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। 

জানা গিয়েছে, কাছের বন্ধু ও দলের কোচ লিওনেল স্কালোনির (Lionel Scaloni) কাছ থেকে একদিনের ছুটি চেয়েছিলেন মেসি। তবে দল নিবেদিত প্রাণ মেসি কিন্তু একেবারে ছুটির মেজাজে ছিলেন না। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলা একাধিক সতীর্থের সঙ্গে জিমে অনেকটা সময় কাটিয়েছেন দলের অধিনায়ক। 

সূত্র মারফত জানা গিয়েছে, মেসির হ্যামস্ট্রিংয়ে সমস্যা থাকলেও সেটা নিয়ে চিন্তার কিছু নেই। ক্রোয়েশিয়ার ম্যাচের পর অবশ্য মেসি বলেছিলেন, 'ফাইনালে নামার জন্য শারীরিক ও মানসিকভাবে একেবারে প্রস্তুত আমি। আমি ভাল আছি, প্রত্যেকটা ম্যাচে নামার জন্য মুখিয়ে আছি। জানতাম যে আমাদের অনেক দৌড়তে হবে, সেই মতো তৈরি ছিলাম।' 

আরও পড়ুন: FIFA World Cup Final 2022: মেসির আর্জেন্টিনা ফাইনালে যেতেই ট্রেন্ডিংয়ে এসবিআই-এর পাসবুক!

আরও পড়ুন: FIFA World Cup Final 2022: ফাইনালের দায়িত্বে আর্জেন্টিনাকে বারবার চাপে রাখা পোলিশ রেফারি, কে এই সাইমন মার্সিনিয়াক?

লুকা মদ্রিচদের বিরুদ্ধে শেষ চারের ম্যাচ খেলার সময়ই হ্যামস্ট্রিংয়ের চোটে বেশ অস্বস্তি বোধ করছিলেন তিনি। মাঠে দাঁড়িয়েই পায়ে ম্যাসাজ করতে দেখা যায় তাঁকে। যদিও সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পর একক দক্ষতায় ক্রোয়েট ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ পাস দিয়ে জুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করান 'এল এম টেন'। এর আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১২০ মিনিট খেলার পর টাইব্রেকারের চাপ তাঁকে সামলাতে হয়েছিল। সেইজন্য মহাতারকাকে ছুটি দিয়েছিলেন দলের হেড কোচ। 

পরপর দুটি চাপের ম্যাচ খেলার জন্যই দলের অনুশীলনে আসেননি মেসি। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি ট্রফি জয়ের ম্যাচে মেসিকে পাবে না আর্জেন্টিনা? ফাইনালে না খেলেই কি বিশ্বকাপ শেষ হয়ে যাবে মেসির? আর্জেন্টিনা ভক্তদের আশ্বস্ত করছেন এমিলিয়ানো মার্টিনেজ। তিনি বলেছেন, 'মেসির চোট গুরুতর নয়। আসলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আমাদের ১২০ মিনিট ধরে খেলতে হয়েছিল। মেসিকে ওই ম্যাচে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল। তবে আপনারা তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেক ম্যাচের শেষ পর্যন্ত খেলছে মেসি।' 

শেষ পর্যন্ত মেসি মাঠে নেমে মেগা ফাইনাল রাঙিয়ে দিন। এটাই প্রার্থনা করছে আর্জেন্টিনার ভক্তকুল। পারবেন কি 'এল এম টেন'? সেটা সময় বলবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.