মরশুমের প্রথম ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ২ সেপ্টেম্বর

বুধবার ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির দিন জানাল আইএফএ।

Updated By: Aug 1, 2018, 05:29 PM IST
মরশুমের প্রথম ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিনিধি : কলকাতা লিগের প্রথম চার রাউন্ডের ক্রীড়াসূচি প্রকাশ করেছিল আইএফএ। ফলে মরশুমের প্রথম ডার্বি কবে, তা জানা যায়নি। কলকাতা লিগ শুরু হচ্ছে পরশু থেকে। ৩ আগস্ট ইস্টবেঙ্গল-টালিগঞ্জ অগ্রগামী ম্যাচ দিয়ে শুরু হবে এবারের কলকাতা লিগ। ইস্টবেঙ্গল নিজেদের মাঠেই খেলবে লাল-হলুদ ব্রিগেড। মোহনবাগান তার পরের দিন অর্থাত্ ৪ আগস্ট খেলবে পাঠচক্রের বিরুদ্ধে। ৫ আগস্ট অভিযান শুরু করবে আরেক প্রধান মহামেডান।

আরও পড়ুন-  অনুষ্কা নয়, ব্যক্তিগত কথা এবার এক পেঁচাকে বলবেন বিরাট কোহলি

বুধবার ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির দিন জানাল আইএফএ। মরশুমের প্রথম ডার্বি ২ সেপ্টেম্বর। বিকেল সাড়ে চারটে থেকে ডার্বি। ৯ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল বনাম মহামেডান। ১৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে মহামেডান-মোহনবাগান। ডার্বি ও দুটো মিনি ডার্বি ম্যাচ সম্ভবত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। 

আরও পড়ুন-  শতাব্দীর সব থেকে খারাপ ডেলিভারি এটাই!

গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবার কলকাতা লিগ অভিযা শুরু করবে টিডি সুভাষ ভৌমিক ও কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে। গতবার নিয়ে টানা আটবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। একইসঙ্গে ৩৯ম কলকাতা লিগ জিতেছে ইস্টবেঙ্গল। গত মরশুমে লাল-হলুদের অন্যতম ফুটবলার আল আমনাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইস্টবেঙ্গল। এছাড়া মিনার্বা পাঞ্জাবের মিডফিল্ডার কাসিম আইদারা এবার ইস্টবেঙ্গলে সই করেছেন। সব থেকে বড় কথা, এবার নতুন স্পনসরশিপ পেয়েছে ইস্টবেঙ্গল। তাদের এখন নতুন নাম কোয়েস ইস্টবেঙ্গল।

আরও পড়ুন-  এবার সাইকেল নিয়ে স্টান্ট দেখালেন 'বাইকার' ধোনি

কোস্তা রিকার বিশ্বকাপার জনি কোস্তাকে সই করিয়ে এবারের দলবদলের বাজারে সব থেকে বড় চমক দিয়েছিল ইস্টবেঙ্গল। উল্টোদিকে, মোহনাবাগানও এবার দলবদলে চমক রেখেছে। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মেহতাব হোসেনকে সই করিয়ে মরশুমের শুরুতে চমক দিয়েছিল সবুজ-মেরুন শিবির। তা ছাড়া অবিনাশ রুইদাসও এবার খেলবেন মোহনবাগানের হয়ে। তা ছাড়া গোকুলাম কেরলের হয়ে দারুন পারফরম্যান্স করা হেনরি কিসেকা এবার খেলবেন মোহনবাগানের জার্সি গায়ে। প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বরের মধ্যে কলকাতা লিগ শেষ করার পরিকল্পনা রয়েছে আইএফএর।

.