IPL 2020: বেটিংয়ে জড়িত সন্দেহে গ্রেফতার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার
ল্যাপটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ভারসোভা থানার পুলিস।
নিজস্ব প্রতিবেদন: শেষ লগ্নে আইপিএল। আইপিএল বেটিং চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার হলেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার রবিন মরিস। পুলিস জানায়, মুম্বইয়ের ভারসোভায় তাঁর বাড়িতেই বেটিং চক্র চলছিল। ল্যাপটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ভারসোভা থানার পুলিস।
গোপনসূত্রে খবর পেয়ে রবিনের বাড়িতে হানা দেয় পুলিস। প্রাক্তন রঞ্জি ক্রিকেটারের বাড়ি থেকে বেটিং চক্র অভিযোগে গ্রেফতার করা হয়েছে ধীরেন্দ্র কুলকার্নি এবং রোহিত ভিমান্না নামে আরও দুই ব্যক্তিকে। তিনজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ নিয়ে মিটিং করার কথা স্বীকার করে নেন তিন অভিযুক্ত।
৪৪ বছর বয়সী রবিন মরিস ওড়িশা এবং মুম্বইয়ের হয়ে রঞ্জিতে খেলেছেন। তাঁর জন্ম কানাডায়। ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। শুধু আইপিএল নয় এর আগেও রবিনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন - IPL 2020: অধিনায়ক বিরাটের পাশে বীরু! গম্ভীরের বিপরীত মেরুতে সেওয়াগ