France: ১৪ গোল দিল ফ্রান্স! এমবাপেদের বিশ্বরেকর্ড, প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা
France demolish 10-man Gibraltar 14-0 in record win: ফ্রান্স ১৪ গোলের মালা পরাল জিব্রাল্টারকে! লিখল ইতিহাস।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেট বিশ্বকাপের ভরা বাজারে খবরে ফুটবল। আর হবেই না বা কেন! ফ্রান্স ১৪-০ গোলের মালা পরাল জিব্রাল্টারকে! হ্য়াঁ, ঠিকই পড়েছেন ১৪ গোলই দিয়েছেন কিলিয়ান এমবাপেরা। দিদিয়ের দেশঁর স্কোয়ার প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ইউরো কাপের কোয়ালিফায়ার ম্য়াচে। এদিন ম্য়াচের তিন মিনিটেই গোলের খাতা খুলে দেন এথান স্য়ান্টোস। ফ্রান্সকে আত্মঘাতী গোল উপহার দিলেন তিনি। ১৯ মিনিটে লাল কার্ডও দেখেছেন এথান। তাঁকে ছাড়া পুরো ম্যাচ ১০ জনেই খেলে ফ্রান্স। ম্য়াচে হ্য়াটট্রিক করেন এমবাপে। অভিষেকেই গোল পান ওয়ারেন এমিরি।
আরও পড়ুন: Cristiano Ronaldo: লিয়ো মেসির আঁধারের রাত, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাজিমাত
আন্তর্জাতিক ফুটবলে এর আগে সবচেয়ে বড় ব্য়বধানে জয়ের রেকর্ড ছিল জার্মানির। ২০০৬ সালে তারা সান মারিনোকে ১৩-০ গোসে হারিয়েছিল। জার্মানিকে টপকেই বিশ্বরেকর্ড করল ফ্রান্স। পাশাপাশি ফরাসিরা ইউরোপের প্রথম দল হিসেবে বিশ্বকাপ ইউরোর কোয়ালিফায়ারে ১৪ গোল করল। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের আগের রেকর্ড জয়টি এসেছিল ১৯৯৫ সালে, আজারবাইজানের বিপক্ষে ১০-০ গোলে।ইউরো বাছাইয়ের গোলোৎসবের ৯ জন স্কোরশিটে নাম লিখিয়েছেন। পিএসজি নক্ষত্র এমবাপের হ্যাটট্রিক, এমিরির আন্তর্জাতিক অভিষেকে গোল যেমন হয়েছে। গোল করেছেন জোনাথল ক্লস, কিংসলে কোম্য়ান (দুই গোল), ইউসুফ ফোফানা, আদ্রিয়েন ব়্য়াবিয়োট, ওসমানে দেম্বেলে ও অলিভার জিরুদ। ১৯১৪ সালের পর ফ্রান্স জাতীয় দলের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক করেছেন এমিরি। আর অভিষেকই তিনি রাঙিয়ে দিয়েছেন। ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা ফ্রান্স এই নিয়ে সাত ম্যাচ খেলে সবগুলোই জিতল। তাদের মোট পয়েন্ট ২১। নেদারল্যান্ডস ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)