Watch | Emmanuel Macron | FIFA World Cup 2022: এমবাপেদের সাজঘরে সটান ঢুকে গেলেন ম্যাক্রোঁ! প্রেসিডেন্টের আগুনে পেপ টক ভাইরাল

Emmanuel Macron: ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ বুঝিয়ে দিলেন তিনি সত্যিই তাঁর দেশের ফুটবলারদের জন্য ভাবেন। ফাইনাল হারা দলকে চাঙ্গা করতে তিনি সটান চলে এসেছিলেন সাজঘরে।

Updated By: Dec 19, 2022, 03:30 PM IST
 Watch | Emmanuel Macron | FIFA World Cup 2022: এমবাপেদের সাজঘরে সটান ঢুকে গেলেন ম্যাক্রোঁ! প্রেসিডেন্টের আগুনে পেপ টক ভাইরাল
ম্য়াক্রোঁর পেপ টকের সেই মুহূর্ত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি দলকে জিততে হয়, একটি দলকে হারতে হয়। এটাই তো নিয়ম। যা খণ্ডানো কিছুতেই সম্ভব নয়। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স গোটা টুর্নামেন্ট জুড়েই বিশ্বচ্যাম্পিয়নদের মতোই খেলেছে। দিদিয়ের দেশঁর (Didier Deschamps) শিষ্যরা দাপট দেখিয়েছেন। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), অলিভার জিরুদ (Olivier Giroud) ও আতোঁয়া গ্রিজম্যানরা (Antoine Griezmann) দুরন্ত ফুটবল খেলেছেন। কিন্তু ফাইনাল ল্যাপে এসে কোথাও ফ্রান্স আর পারেনি। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের। বিশ্বকাপে ফ্রান্সকে তাতাতে ভিআইপি বক্সে থাকতে দেখা গিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁকে (Emmanuel Macron)। ম্যাচের পর সেই ম্যাক্রোঁই মুষড়ে পড়া ফ্রান্সকে তাতাতে সটান ঢুকে গিয়েছিলেন ড্রেসিংরুমে। আগুনে পেপ-টক দেন তিনি। ম্যাক্রোঁ সাফ বলেছেন এই দলের জন্য তিনি গর্বিত। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। 

আরও পড়ুনWatch | Kylian Mbappe | FIFA World Cup 2022: প্রেসিডেন্টের সান্ত্বনা, মার্টিনেজের আদর! হেরেও জিতে গেলেন ট্র্যাজিক নায়ক

ফাইনালে সর্বস্ব উজাড় করে দিয়েও ট্র্যাজিক নায়ক হয়ে থেকে গিয়েছেন ফরাসি পাওয়ার হাউস এমবাপে। এই হার কোথাও মেনে নিতে পারেননি তিনি। মাঠে হতাশ হয়ে একাকী বসে পড়েছিলেন ফ্রান্সের নম্বর টেন। তাঁকে সান্ত্বনা দেওয়ার জন্যও খোদ প্রেসিডেন্ট ভিআইপি গ্যালারি থেতে নেমে এসেছিলেন মাঠে। পুরস্কার মঞ্চেও তিনি ছিলেন। স্কোরলাইন বলছে লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছে পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। তবে এটাও লেখা থাকবে যে, শেষ হাসি হেসেছিলেন মেসিই।

আরও পড়ুনWorld Cup Final, Messi: কাতারের উপহার কালো জোব্বায় কাপ নিলেন মেসি, কিন্তু কেন!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.