Sidharth Shukla: 'বড় তাড়াতাড়ি চলে গেল!' সিদ্ধার্থের প্রয়াণে হতবাক ক্রীড়ামহল
বীরেন্দ্র শেহওয়াগ সবার আগে টুইট করে শোকপ্রকাশ করেছেন।
![Sidharth Shukla: 'বড় তাড়াতাড়ি চলে গেল!' সিদ্ধার্থের প্রয়াণে হতবাক ক্রীড়ামহল Sidharth Shukla: 'বড় তাড়াতাড়ি চলে গেল!' সিদ্ধার্থের প্রয়াণে হতবাক ক্রীড়ামহল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/02/342867-sidharth-shukla.jpg)
নিজস্ব প্রতিবেদন: অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) প্রয়াণের খবরে হতবাক ভারতীয় ক্রীড়ামহলও। মাত্র ৪০ বছর বয়সে ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখের চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। ক্রিকেটারদের মধ্যে বীরেন্দ্র শেহওয়াগ সবার আগে টুইট করে শোকপ্রকাশ করেছেন। সমব্যথী হরভজন সিং থেকে খালিল আহমেদরা।
আরও পড়ুন: Sidharth Shukla: সিদ্ধার্থর শেষ টুইট ছিল দেশের প্যারা অ্যাথলিটদের প্রশংসায়
(@virendersehwag) September 2, 2021
(@harbhajan_singh) September 2, 2021
Really shocked to hear about #siddharthshukla RIP
(@imK_Ahmed13) September 2, 2021
আরও পড়ুন: প্রয়াত ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা Sidharth Shukla
সিদ্ধার্থ ফুটবল অন্ত প্রাণ ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ও ইটালির জার্সি পরে প্রায়ই ছবি পোস্ট করে ফুটবলের প্রতি নিজের ভালবাসার প্রকাশ করতেন। গত ৩০ অগাস্ট সিদ্ধার্থ শেষ টুইট করেছিলেন। সেই টুইটে ছিল ভারতীয় প্যারা অ্যাথলিটদের ভূয়সী প্রশংসা। অবনী লেখারা ও সুমিত আন্তিলদের সোনা জয়ের জন্য শুভেচ্ছা জানান তিনি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)