নতুন শারাপোভায় ঘায়েল ড্যানিশ বোমাও, রাফা-রজার দ্বৈরথ আরও কাছে
সুগারপোভা মারিয়া খেলছেন না ঠিকই, কিন্তু নতুন শারাপোভা চমক দিয়েই চলছেন। ইটালির ২১ বছরের কামিলা জিওরজি শেষ ষোলোয় উঠে গেলেন। যার গ্ল্যামার আর খেলার স্টাইলের জন্য নতুন শারাপোভা নামে ডাকা হচ্ছে, সেই জিওরজি হারালেন বিশ্বের প্রাক্তন এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকিকে। বিশ্বের ১৩৬ নম্বর কামিলার বিরুদ্ধে প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই ড্যানিশ ওজনিয়াকি ৪-৬, ৬-৪, ৬-৩ হেরে গেলেন।
সুগারপোভা মারিয়া খেলছেন না ঠিকই, কিন্তু নতুন শারাপোভা চমক দিয়েই চলছেন। ইটালির ২১ বছরের কামিলা জিওরজি শেষ ষোলোয় উঠে গেলেন। যার গ্ল্যামার আর খেলার স্টাইলের জন্য নতুন শারাপোভা নামে ডাকা হচ্ছে, সেই জিওরজি হারালেন বিশ্বের প্রাক্তন এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকিকে। বিশ্বের ১৩৬ নম্বর কামিলার বিরুদ্ধে প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই ড্যানিশ ওজনিয়াকি ৪-৬, ৬-৪, ৬-৩ হেরে গেলেন।
নতুন শারাপোভার এ হেন চমকে টেনিস বিশ্ব একেবারে হতবাক। অনেকেই বলছেন, কামিলা যেবাবে খেলছেন তাতে আগামী এক বছরের মধ্যে এটিপি ক্রমতালিকায় কুড়ির মধ্যে অনায়াসে ঢুকে পড়বেন। আর টেনিসের ফ্যাশান সচেতকরা বলছেন, মনে হচ্ছে শারাপোভার রিজার্ভ বেঞ্চ তৈরি হয়ে যাচ্ছে।
এদিকে, ইউ এস ওপেনের তৃতীয় রাউন্ডে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে হারালেন ৩২ বছরের ফেডেরার। শনিবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে এক্সপ্রেস গতিতে খেলে ৩৪টা উইনার মেরে মানারিনোকে ৬-৩, ৬-০, ৬-২-এ স্ট্রেট সেটে হারিয়ে অন্তত কিছুটা হলেও সমালোচকদের মুখ বন্ধ করলেন তিনি।
চতুর্থ রাউন্ডে পাঁচ বারের চ্যাম্পিয়নকে খেলতে হবে স্পেনের টমি রব্রেডোর বিরুদ্ধে, এখনও পর্যন্ত দশ বারের সাক্ষাতেই যাকে প্রতি বার হারিয়েছেন ফেডেরার। ফলে কোয়ার্টার ফাইনালে ফের নাদাল-ফেডেরার ম্যাচের সম্ভাবনা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।