বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে গ্ল্যাসগোয় শুরু ঐতিহ্যশালী কমনওয়েলথ গেমস

স্কটল্যান্ডের গ্ল্যাসগো শহরে শুরু হল কমনওয়েল্থ গেমস ২০১৪। বুধবার সেলটিক পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গেমসের সূচনা করেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং ডিউক অফ এডিনবরো।

Updated By: Jul 24, 2014, 12:47 PM IST
বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে গ্ল্যাসগোয় শুরু ঐতিহ্যশালী কমনওয়েলথ গেমস

গ্ল্যাসগো: স্কটল্যান্ডের গ্ল্যাসগো শহরে শুরু হল কমনওয়েল্থ গেমস ২০১৪। বুধবার সেলটিক পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গেমসের সূচনা করেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং ডিউক অফ এডিনবরো। স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ব্যাগপাইপারদের মনমাতানো সুর আর কয়েকশ শিল্পীর লোকনৃত্যে জমে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান।

গানের কথায় উঠে আসে সেদেশের ভৌগলিক অবস্থান ও আবহাওয়ার কথা। বুধবারের অনুষ্ঠানে  লাইভ পারফর্ম করেন শিল্পী রড স্টুয়ার্ট এবং অ্যামি ম্যাকডোনাল্ড।  পারফর্ম করেন সুসান বয়েল।  তাঁর সঙ্গে পারফর্ম করেন স্কটিশ রেজিমেন্টের সেনা জওয়ানরা। নাচে-গানে জমজমাট হয়ে ওঠে সেলটিক পার্ক।

উদ্বোধনী মার্চে ভারতকে নেতৃত্ব দিলেন অলিম্পকে রুপো জয়ী শুটার বিজয় কুমার। ভারতীয় দল স্টেডিয়ামে প্রবেশের সঙ্গে সঙ্গে বেজে উঠল জনপ্রিয় বলিউড গানের সুর 'নাগারা নাগারা'।

.