IPL 2019: মাঠে মাহি, গ্যালারিতে গলা ফাটাল মেয়ে জিভা! দেখুন ভিডিয়ো
সুরেশ রায়না আউট হতে ব্যাট করতে নামেন সিএসকে অধিনায়ক।
![IPL 2019: মাঠে মাহি, গ্যালারিতে গলা ফাটাল মেয়ে জিভা! দেখুন ভিডিয়ো IPL 2019: মাঠে মাহি, গ্যালারিতে গলা ফাটাল মেয়ে জিভা! দেখুন ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/27/183277-9.jpg)
নিজস্ব প্রতিবেদন : দ্বাদশ আইপিএল-এর প্রথম ম্যাচে বিরাটের দলকে হারিয়ে মেয়ে জিভার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যেখানে দেখা গিয়েছিল ছোট্ট জিভাকে বাংলা,তামিল, গুজরাটি, ভোজপুরি,পঞ্জাবি এমনকী উর্দু ভাষাতে কথা বলতে। মেয়ে জিভার কাছে ধোনি ৬টি ভাষায় জানতে চান কেমন আছ? জিভাও পাল্লা দিয়ে ওই ছয় ভাষাতেই জানিয়ে দেয় যে সে কেমন আছে। মাঠের বাইরে মেয়ে জিভাই এখন ধোনির সঙ্গী। বাবা-মেয়ের সম্পর্ক যে কতটা মিষ্টি, তা ধোনি-জিভার একের পর এক খুনসুঁটি দেখলেই বোঝা যায়। কিন্তু বাবা মাঠে থাকলে তখন মেয়ে কী করে?
Go Papaaaaa, says Ziva Dhoni @ChennaiIPL #VIVOIPL pic.twitter.com/aYmHbK9hE0
— IndianPremierLeague (@IPL) March 26, 2019
মঙ্গলবার ফিরোজ শাহ কোটলার গ্যালারিতে জিভাকে চিয়ার আপ করতে দেখা গেল।দিল্লির ১৪৮ রান তাড়া করতে নেমেছে চেন্নাই। সুরেশ রায়না আউট হতে ব্যাট করতে নামেন সিএসকে অধিনায়ক। ধোনিকে মাঠে নামতে দেখেই গ্যালারিতে গো পা-পা...পা-পা.. বলে চিয়ার আপ করতে শুরু করে দেয় ছোট্ট জিভা।
আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত জিভার পাপা ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।
আরও পড়ুন - আম্রপালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহেন্দ্র সিং ধোনি!