Goncalo Ramos: রুদ্ধশ্বাস রামোস! ভেঙে তছনছ করলেন রেকর্ডের পর রেকর্ড, একুশের কীর্তিতে হতবাক বিশ্ব
Goncalo Ramos: রেকর্ডের পর রেকর্ড ভেঙে দিলেন গনসালো রামোস। তাঁর পায়ে লেখা হল ফুটবলে নতুন ইতিহাস। আলোচনায় এখন শুধুই রামোস।
জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) সুইৎজারল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে পর্তুগাল (Portugal vs Switzerland) বুক ফুলিয়ে চলে গিয়েছে শেষ আটে। লুসেল স্টেডিয়ামে (Lusail Stadium) পর্তুগালের দুরন্ত ৬-১ গোলে জয়ের রাতে সব লাইমলাইট একাই কেড়ে নিলেন ফরোয়ার্ড গনসালো রামোস (Goncalo Ramos)। হয়ে গেলেন 'হ্যাটট্রিক হিরো'! এই ম্যাচের আগে পর্যন্ত হয়তো অনেকেই জানতেন না যে, কে এই রামোস! তবে এই ম্যাচের পর এখন সকলেই চিনে নিয়েছেন যে, আগামীর তারকা জন্ম নিয়েছেন ফুটবলের বিশাল আকাশে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পরিবর্তে খেলে ইতিহাস লিখে দিয়েছেন রামোস। ১৭, ৫১ ও ৬৭ মিনিটে গোল করে চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক উপহার দেওয়া রামোস ভেঙে তছনছ করে দিয়েছেন একের পর এক রেকর্ড।
আরও পড়ুন: Who is Goncalo Ramos? রোনাল্ডোর পরিবর্তে খেলে তিনি 'হ্যাটট্রিক হিরো'! কে এই রামোস? যা জানতে চান আপনি
দেখে নিন রামোস কী কী রেকর্ড করলেন:
১) পর্তুগালের ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লিখলেন রামোস।
২) ২০০২ সালে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই হ্যাটট্রিক করেছিলেন, ২০ বছর পর সেই রেকর্ডে নাম লেখালেন রামোস।
৩) বিশ্বকাপের নক-আউট পর্যায়ে পেলের পর সব চেয়ে কম বয়সে গোল করার নজির গড়লেন রামোস।
৪) ১৯৯০ সালের পর প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপের নক-আউট ম্যাচে হ্যাটট্রিক করলেন রামোস।
৫) বিশ্বকাপের নক-আউট পর্বে মেসি-রোনাল্ডোর গোলসংখ্যা ছাপিয়ে গেলেন রামোস।
বিশ্বকাপে তিন গোল করা রামোস সিনিয়র পর্যায়ে এখনও পর্যন্ত হাফডজন গোল করেছেন। বিশ্বকাপের আগে গত নভেম্বরে পর্তুগাল প্রীতি ম্যাচ ৪-১ হারিয়েছিল নাইজেরিয়াকে। ওই ম্যাচেই রামোস প্রথম গোল করেন।রামোস বেনফিকার হয়ে খেলেন পর্তুগিজ লিগ। এই মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১৪ গোল করেছেন। ৬ গোল করিয়েছেন। বেনফিকার হয়ে সিনিয়র পর্যায়ে মোট ৪৫ ম্যাচ খেলে করেছেন ২০ গোল। বেনফিকার যুব অ্যাকাডেমিতে বেড়ে ওঠা রামোসের দিকে চোখ সারা বিশ্বের স্কাউটদের। ম্যান ইউ, চেলসি ও আর্সেনালের মতো ক্লাব রামোসকে নিতে ঝাঁপিয়েছে।