আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাম্বাসডর হলেন হরভজন সিং
Updated By: Apr 13, 2017, 11:07 AM IST
![আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাম্বাসডর হলেন হরভজন সিং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাম্বাসডর হলেন হরভজন সিং](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/13/83050-bhajji.jpg)
ব্যুরো: ভারতীয় দলে না থাকলে কি হবে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন হরভজন সিং। আসলে ভাজ্জি এই টুর্নামেন্টে আইসিসির অ্যাম্বাসডর হয়েছেন। আটজন অ্যাম্বাসাডরের মধ্যে ভাজ্জি ছাড়াও রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আফ্রিদি, নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার শ্যেন বন্ড, ইয়ান বেল, কিংবদন্তি কুমার সাঙ্গাকারারা। আইসিসির সিইও ডেভ রিচার্ডসন এই অ্যাম্বাসাডরদের নাম ঘোষণা করেন। নতুন সম্মানে আপ্লুত ভাজ্জির দাবি বিরাটের হাতে এই চ্যাম্পিয়ন্স উঠলে তার ষোল কলা পূর্ণ হবে। পয়লা জুন থেকে আঠেরোই জুন পর্যন্ত ইংল্যান্ডে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ইভেন্ট। (ভারতীয় ক্রিকেটের বিপ্লবী মুখ হতে পারেন সৌরভ গাঙ্গুলি)