Watch | Hardik Pandya | Kapil Dev: হার্দিকের মধ্যে কপিলকে দেখেন শ্রীকান্ত! তারকা অলরাউন্ডারের প্রতিক্রিয়া ভাইরাল

হার্দিক পাণ্ডিয়ার মধ্যে কপিল দেবকে খুঁজে পান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ভারত-পাক ম্যাচের পর হার্দিকের সামনেই এই কথা বলছেন শ্রীকান্ত। যা শুনে হার্দিক এক বাক্যেই তাঁর উত্তর দিয়েছেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Updated By: Oct 26, 2022, 07:54 PM IST
Watch | Hardik Pandya | Kapil Dev: হার্দিকের মধ্যে কপিলকে দেখেন শ্রীকান্ত! তারকা অলরাউন্ডারের প্রতিক্রিয়া ভাইরাল
হার্দিকে মোহিত শ্রীকান্ত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ( IND vs PAK, ICC T20 World Cup 2022) অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া (Team India)। পাকিস্তানের ১৫৯ রান তাড়া করতে নেমে ভারত ৩১ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। ম্যাচ থেকে কার্যত বেরিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দলকে খাদের কিনারা থেকে তুলে এনে ম্য়াচ জেতান বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া (Virat Kohli, Hardik Pandya)। চতুর্থ উইকেট পার্টনারশিপে বিরাট-হার্দিক ১১৩ রান যোগ করেছিলেন স্কোরবোর্ডে। ৩৭ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন হার্দিক। ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট। শুধু ব্যাট হাতেই নয়, হার্দিক বল হাতেও কামাল করেছিলেন। নির্ধারিত কোটার চার ওভার বল করে তুলে নিয়েছিলেন তিন উইকেটও। অলরাউন্ডার হার্দিকের মধ্যে কিংবদন্তি কপিল দেবকে (Kapil Dev) দেখতে পান কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth)। ইন্দো-পাক ম্যাচের পর বরোদার স্টার ক্রিকেটারকে এই কথাই বলেছিলেন শ্রীকান্ত। ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়কের সঙ্গে নিজের তুলনায় অস্বস্তিতে পড়ে যান হার্দিক। তাঁর প্রতিক্রিয়াই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

ভারত-পাক ম্যাচের পর শ্রীকান্ত জড়িয়ে ধরে রেখেছিলেন হার্দিককে। শ্রীকান্তও ভারতের জয়ে আবেগি হয়ে পড়েন। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের হয়ে হার্দিকের সাক্ষাৎকার নিতে গিয়ে শ্রীকান্ত বলেন, 'হার্দিক আমার তুলনা করা উচিত নয়, দুই ভিন্ন যুগের তুলনাও হয় না। তুবও আমি বলব, তুমি যখন খেল, যেভাবে ব্যাটিং-বলিং-ফিল্ডিং করো, তোমাকে দেখলে আমাদের সময়ের কপিল দেবের কথা মনে পড়ে যায়। তুমি যে প্রভাব ফেল ম্যাচে, কপিল সেটাই করত।' এই কথা শুনে হার্দিক খানিক থতমত খেয়েই বলেন, 'কপিল দেব গ্রেটেস্ট।' হার্দিক সাফ বুঝিয়ে দেন যে, যে তাঁর সঙ্গে কপিলের তুলনার কোনও প্রশ্নই ওঠে না। কারণ কপিলই সর্বকালের সেরা। 

আরও পড়ুন: Hardik Pandya, ICC T20 World Cup 2022: নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন হার্দিক? বড় আপডেট দিলেন বোলিং কোচ

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

আগামিকাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবেন রোহিত শর্মা অ্যান্ড কোং। তার আগে হার্দিকের মাঠে নামা নিয়ে বড় আপডেট দিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়ের ডেপুটি। পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় তাঁর পায়ের পেশিতে ক্র্যাম্প ধরেছিল। তখন থেকে তাঁর দ্বিতীয় ম্যাচ খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে সেই সংশয় মিটিয়ে দিলেন খোদ বোলিং কোচ পারশ মামব্রে। তিনি বলেন, 'হার্দিক সব ম্যাচে খেলতে চায়। সেটাই গুরুত্বপূর্ণ। আর আমরা কাকে বিশ্রাম দেব সেসব নিয়ে ভাবছি না। কোনও ক্রিকেটারকে নিয়েই এরকম কোনও ভাবনা নেই। হার্দিক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমাদের দলে দারুণ ভারসাম্য যোগ করে ও। বল ও ব্যাট, দুটোই করছে। তাছাড়া মাঠে ওর মনোভাবও দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে। হ্যাঁ এটা ঠিকই যে বিরাট ম্যাচটা শেষ করেছিল। তবে এটা অনস্বীকার্য যে, ম্যাচটাকে যত টেনে নেওয়া যাবে প্রতিপক্ষ চাপে থাকবে। আর তার জন্য প্রয়োজন অভিজ্ঞতা। তাই বিরাটের সাফল্যের নেপথ্যে হার্দিকেরও কৃতিত্ব প্রাপ্য়। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। বিশ্রাম দেওয়া নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনাই হয়নি।'  এখন দেখার হার্দিক নেদারল্যান্ডসের বিরুদ্ধে আদৌ খেলেন কিনা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.