ছক্কা মেরে বল হারিয়ে দিলেন পাণ্ডিয়া, ক্যামেরার সামনে দাঁড়ালেন বিশেষ ভঙ্গিতে

 বল গিয়ে পড়ে স্টেডিয়ামের ছাদে। 

Updated By: Mar 29, 2019, 02:58 PM IST
ছক্কা মেরে বল হারিয়ে দিলেন পাণ্ডিয়া, ক্যামেরার সামনে দাঁড়ালেন বিশেষ ভঙ্গিতে

নিজস্ব প্রতিবেদন- এত বড় ছক্কা দেখার পর ক্রিস গেইল কমন প্রতিক্রিয়া দিতেন! আইপিএলে তিনিই তো ছক্কার রাজা। সেই তাঁকে কিনা টেক্কা দিয়ে গেলেন এক ভারতীয় অলরাউন্ডার। এত বড় ছক্কা মারলেন যে বল হারিয়ে দিলেন। আর পাণ্ডিয়ার সেই পেল্লাই ছক্কা নিয়ে এখন ইন্টারনেটে চর্চা শুরু। আইপিএলের সাত নম্বর ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে পেশি শক্তি দেখালেন হার্দিক পাণ্ডিয়া। ১৪ বলে ৩২ রান করেছেন তিনি। পাণ্ডিয়ার এমন ইনিংস নিয়ে আলোচনা তো হচ্ছেই। তার থেকেই বেশি কথা হচ্ছে পাণ্ডিয়ার মারা সেই ছক্কা নিয়ে।

আরও পড়ুন-  ''এটা আইপিএল হচ্ছে নাকি পাড়ার ক্রিকেট?''

মুম্বই ইনিংসের শেষ ওভারে মহম্মদ সিরাজকে একটি পেল্লাই ছক্কা হাঁকান পাণ্ডিয়া। বল গিয়ে পড়ে স্টেডিয়ামের ছাদে। পাণ্ডিয়ার এমন বিশাল ছক্কা দেখে চমকে উঠলেন বিরাট কোহলিও। এদিকে, ওরকম একটা ছক্কা হাঁকানোর পরই পাণ্ডিয়া ক্যামেরার সামনে দাঁড়ালেন বিশেষ ভঙ্গিতে। সিরাজের ফুল লেন্থ ডেলিভারি গিয়ে পড়ে পাণ্ডিয়ার ব্যাটের একেবারে মাঝখানে। পেল্লাই ছক্কা হাঁকানোর পরই ডান হাতের পেশি প্রদর্শন করেন পাণ্ডিয়া। শুরুতেই রোহিত শর্মার ৪৮ রানের ইনিংস এদিন মুম্বইয়ের ইনিংসের ভিত গড়ে দিয়েছিল। প্রথম উইকেটে রোহিত ও ডি'কক মিলে ৫৪ রান যোগ করেন। এর পর সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন রোহিত শর্মা। যুবরাজ সিংও দলের প্রয়োজনে ভাল পারফরম্যান্স করেন এদিন। 

শেষের দিকে মুম্বইয়ের ইনিংসকে যেন এক ঝটকায় অনেকটা এগিয়ে দেন পাণ্ডিয়া। বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট ছিল ২২৮.৫৭। ৩২ রানের ইনিংসের মধ্যে ২৬ রান এসেছিল বাউন্ডারি থেকে। 

 

.