Hardik Pandya: নীল সাম্রাজ্যে রোহিত যুগের অবসান! মুম্বইয়ের মসনদে এখন থেকে হার্দিক
Hardik Pandya to captain Mumbai Indians in IPL 2024: রোহিত শর্মা আর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নন। হার্দিক পাণ্ডিয়া দলে ফিরেই তাঁর গদি কেড়ে নিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্রাইডে ব্লকবাস্টার তো বটেই, অপ্রত্য়াশিত নাকি প্রত্য়াশিত, কী বলা যায় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) শুক্র বিকেলের বিরাট ঘোষণাকে! আইপিএলের অন্য়তম সফল ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দিল যে, নীল সাম্রাজ্য়ে রোহিত যুগের অবসান! মুম্বইয়ের মসনদে এখন থেকে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। চব্বিশের আইপিএলে (IPL 2024) হার্দিকের নেতৃত্বেই খেলবে পাঁচবারের চ্য়াম্পিয়ন টিম। আইপিএলের দলবদলের বাজারে মুম্বইয়ের ট্রেডিংয়ে সকলের চোখ কপালে উঠেছিল। তারা ১৫ কোটি টাকারও বেশি অর্থ খরচ করে গুজরাত টাইটান্স (Gujarat Titans) থেকে হার্দিককে ফিরিয়েছিল দলে। নীতা আম্বানির (Nita Ambani) ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের (CVC Capital Partners) নগদ অর্থেই হয় রেকর্ড লেনদেন। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত মুম্বইয়ে খেলা হার্দিককে ফিরিয়েই মুম্বই কোথাও বুঝিয়ে দিয়েছিল যে, নেতৃত্বের ব্য়াটন উঠতে চলেছে দেশের নক্ষত্র অলরাউন্ডারের হাতে। আর বাস্তবে ঠিক সেটাই ঘটল। সেঅর্থে এই খবর প্রত্যাশিতই ছিল।
রিকি পন্টিং থেকে রোহিতের হাতে উঠেছিল অধিনায়কত্বের ব্যাটন। রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল সেরা হয়। এমএস ধোনির সঙ্গে যুগ্মভাবে রোহিত ক্রোড়পতি লিগের সফলতম অধিনায়ক। নেতা হিসেবে রোহিতের সঙ্গে মুম্বইয়ের ১০ বছরের সম্পর্ক শেষ হল। মুম্বইয়ের হেড কোচ মাহেলা জয়বর্ধনে এক বিবৃতিতে বলেন, 'উত্তরাধিকার তৈরি করে মুম্বই ইন্ডিয়ান্সের দর্শন মেনেই ভবিষ্যতের রাস্তা তৈরি করা হল। মুম্বই বরাবর অসাধারণ সব নেতাদের পেয়েছে। সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিং হয়ে রিকি পন্টিং ও রোহিত শর্মা। ভবিষ্যতের জন্য দলকে শক্তিশালী করার দিকে মুম্বই সবসময় নজর রেখেছে। এই দর্শন মেনেই এবার হার্দিক পান্ডিয়া আইপিএল চব্বিশে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হচ্ছেন।'
আইপিএল নিলামে যদি হার্দিক মুম্বইতে আসতেই লেখা হয় আইপিএল ইতিহাস। এই প্রথম কোনও আইপিএল জয়ী অধিনায়ক দলবদল করলেন। ২০২২ সালে গুজরাতের আইপিএল অভিষেক হয়। আর শুরুতেই হার্দিকের টিম চ্যাম্পিয়ন হয়। ২০২৩ সালে হার্দিকের দল রানার্স হয়েছিল। রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাতকে হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে। হার্দিক গুজরাতের হয়ে ৩০ ইনিংস খেলে ৮৩৩ রান করেছেন। তাঁর গড় ৪১.৬৫। স্ট্রাইক রেট ১৩৩.৪৯। ৮.১-এর ইকোনমি রেটে নিয়েছেন ১১ উইকেটও। অতীতে দুই অধিনায়ক দলবদল করেছেন। তাঁরা আর অশ্বিন ও অজিঙ্কা রাহানে। পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্য়ে এই বদলাবদলি হয়েছে। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত হার্দিক খেলেছেন মুম্বইয়ের হয়ে। নীল জার্সিতে চারবার (২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) জিতেছেন খেতাব। নীতার ফ্র্যাঞ্চাইজি হার্দিককে ছাড়তে বাধ্য় হয়েছিল, নাহলে তারা বেশ কিছু প্লেয়ারকে ধরে রাখতে পারত না। হার্দিককে সবার আগে পুল থেকে তুলে নেয় গুজরাত। সঙ্গে রশিদ খান ও শুভমন গিলকেও নেয় সবরমতী নদীর ধারের ফ্র্যাঞ্চাইজি। রোহিত শর্মা হয়তো আর কয়েক মরসুমই আইপিএল খেলবেন। এখনই যা বলে দেওয়া যায়।
আরও পড়ুন: WATCH: 'কোনও...'! লজ্জায় লাল হল গাল! কোন নক্ষত্র ক্রিকেটারে চরম তৃপ্ত অভিনেত্রী?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)