Sunil Gavaskar: মুম্বইয়ের আঁধারেও উজ্জ্বল এই তারকা! বড় ভবিষ্যদ্বাণী করলেন গাভাসকর

মুম্বইয়ের এই আঁধারে একমাত্র উজ্জ্বল ১৯ বছরের ক্রিকেটার তিলক বর্মা (Tilak Varma)। এখনও পর্যন্ত ১২ ইনিংসে তিলক করেছেন ৩৬৮ রান। তাঁর গড় ৪০.৮৮। রয়েছে জোড়া অর্ধ-শতরানও। তিলকের পারফরম্যান্সে মোহিত সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। 

Updated By: May 17, 2022, 06:53 PM IST
Sunil Gavaskar: মুম্বইয়ের আঁধারেও উজ্জ্বল এই তারকা! বড় ভবিষ্যদ্বাণী করলেন গাভাসকর
গাভাসকর মজে তিলক বর্মায়

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল (Indian Premier League, IPL 2022) মরশুম ভুলে যেতে চাইবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি এবার ১০ দলীয় লড়াইয়ে সবার আগে ক্রোড়পতি লিগ থেকে ছিটকে গিয়েছে। ১২ ম্য়াচের মধ্যে তিন ম্যাচ জিতে মুম্বই লিগ টেবিলে সবার শেষে। যদিও মুম্বইয়ের এই আঁধারে একমাত্র উজ্জ্বল ১৯ বছরের ক্রিকেটার তিলক বর্মা (Tilak Varma)। এখনও পর্যন্ত ১২ ইনিংসে তিলক করেছেন ৩৬৮ রান। তাঁর গড় ৪০.৮৮। রয়েছে জোড়া অর্ধ-শতরানও। তিলকের পারফরম্যান্সে মোহিত সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। কিংবদন্তি ক্রিকেটার এবার তিলকের ব্যাপারে বড় ভবিষ্যদ্বাণী করে ফেললেন।

গাভাসকর আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে বলেন, "তিলক বর্মার ধৈর্য্য় দুর্দান্ত। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ও মিডল অর্ডারে যখন ব্যাট করতে নেমেছিল, তখন গোটা দল ছিল চাপে। কিন্তু যেভাবে ও এক-দুই রানে খেলাটা চালিয়ে নিয়ে গেল, তা তারিফ করার মতো। নানারকম শট নিল। স্ট্রাইক রোটেট করে গেল। ওর ক্রিকেটীয় মস্তিষ্ক ভাল। আমার মনে হয় এটাই গুরুত্বপূর্ণ। যার ক্রিকেটের মাথা ভাল থাকে সে নিজেকে তুলে ধরতে পারে দুঃসময়েও। বড় রান করার জন্য ও নিজের সমর্থন পাবেই। রোহিত শর্মা ঠিকই বলেছে ও ভারতের হয়ে সব ফরম্যাটে খেলার ক্ষমতা রাখে। এবার বাকিটা তিলকের ওপর। একটু বেশি পরিশ্রম করতে হবে। ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যেতে হবে। টেকনিক আরও ভাল করতে হবে। তবেই ও রোহিতকে ঠিক প্রমাণ করতে পারবে।" এবার দেখার তিলক নিজেকে কত দূর নিয়ে যেতে পারেন।

আরও পড়ুন: Why This Kolaveri Di: হার্দিক-রশিদরা এবার গেয়ে মাতিয়ে দিলেন আসর! দেখুন ভিডিও

আরও পড়ুন Wriddhiman Saha, Exclusive, Ranji Trophy: অপমানিত ঋদ্ধিমান! বাংলার হয়ে খেলা নিয়ে সংশয়, চাইলেন ছাড়পত্র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.