IPL 2023: এই অলরাউন্ডারকে নিতেই নিলামে 'ব্যাংক ভাঙবে' ফ্র্যাঞ্চাইজি! বলছেন অশ্বিন

অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'যখন সবাই ভেবেছিল যে, গ্রিন ওয়ানডে ফরম্যাটে কী আর করবে, ঠিক তখনই গ্রিন দেখিয়ে দিল তাঁর বড় শট মারার দক্ষতা। স্পিনারদের বিরুদ্ধে সুইপ থেকে শুরু করেই লম্বা শট নেওয়ার ক্ষমতা আছে গ্রিনের।   ' 

Updated By: Sep 15, 2022, 05:34 PM IST
IPL 2023: এই অলরাউন্ডারকে নিতেই নিলামে 'ব্যাংক ভাঙবে' ফ্র্যাঞ্চাইজি! বলছেন অশ্বিন
বিরাট ভবিষ্যদ্বাণী অশ্বিনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের তারকা অফস্পিনার ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বড় মন্তব্য করে দিলেন। আগামী বছরের আইপিএল নিলাম হতে এখনও বহু দেরি। তার আগেই বিরাট ভবিষ্যদ্বাণী করে বসলেন চেন্নাইয়ের ক্রিকেটার। অশ্বিন বলছেন যে, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের (Cameron Green) জন্য নিলাম হবে অগ্নিগর্ভ। গ্রিনের জন্য ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। গ্রিন জাতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে আছেন। সদ্যসমাপ্ত চ্যাপেল-হেডলি ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। নেপথ্যের অন্যতম নায়ক ক্যামেরন গ্রিন। তিনি দেখিয়ে দিয়েছেন যে, ব্যাটে-বলে তিনি জ্বলে উঠতে পারেন।

অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'যখন সবাই ভেবেছিল যে, গ্রিন ওয়ানডে ফরম্যাটে কী আর করবে, ঠিক তখনই গ্রিন দেখিয়ে দিল তাঁর বড় শট মারার দক্ষতা। স্পিনারদের বিরুদ্ধে সুইপ থেকে শুরু করেই লম্বা শট নেওয়ার ক্ষমতা আছে গ্রিনের। এর পাশাপাশি ও লম্বা জোরে বোলারও। আইপিএলের কিছু দল ওকে নিয়ে পাওয়ারপ্লে-তে খেলানোর কথা ভাবতে পারে। ও যদি নিজে নাম প্রত্যাহার করে না নেয়, তাহলে ওকে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলি ব্যাংক ভেঙে ফেলবে।' সদ্যসমাপ্ত এশিয়া কাপে অশ্বিন ছিলেন ভারতীয় দলে। কিন্তু প্রথম তিন ম্যাচে তাঁকে থাকতে হয়েছিল রিজার্ভেই। সুপার ফোরের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। মরণ-বাঁচন ম্যাচে খেলেছিলেন অশ্বিন।অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে গত সোমবার। ১৫ সদস্যের দলে অশ্বিন রয়েছেন খুব স্বাভাবিক ভাবেই। বিশ্বকাপের আগে ভারত টি-২০ বিশ্বকাপের আগে সীমিত ওভারের ক্রিকেট খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের টি-২০ ও সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে। টি-২০ সিরিজে রয়েছেন অশ্বিন।

আরও পড়ুন: ব্যাটের সঙ্গে মাঠে মুখও চলে বিরাটের! এই প্রথম কথা বললেন 'গালিগালাজ' নিয়ে

টি-২০ বিশ্বকাপে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল ও অর্শদীপ সিং। স্ট্যান্ড-বাইতে রয়েছেন: মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, দীপক চাহার ও জসপ্রীত বুমরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল,  অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, দীপক চাহার ও জসপ্রীত বুমরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.