পুলওয়ামায় জঙ্গি হামলা : শ্রীনগর থেকে আই লিগের ম্যাচ সরানোর আবেদন ইস্টবেঙ্গল, মিনার্ভার

ইস্টবেঙ্গল ম্যাচ যেহেতু এখনও বেশ কয়েকদিন পরে তাই ওই ম্যাচ নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছে না ফেডারেশন।

Updated By: Feb 15, 2019, 07:24 PM IST
পুলওয়ামায় জঙ্গি হামলা : শ্রীনগর থেকে আই লিগের ম্যাচ সরানোর আবেদন ইস্টবেঙ্গল, মিনার্ভার

নিজস্ব প্রতিবেদন : পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন ইস্টবেঙ্গল। ২৮ ফেব্রুয়ারি শ্রীনগরের টিআরসি টার্ফ গ্রাউন্ডে রিয়াল কাশ্মীরের সঙ্গে ম্যাচ রয়েছে লাল-হলুদের। বর্তমান পরিস্থিতিতে ওই ম্যাচ খেলতে ভূস্বর্গে দল পাঠানো হবে কিনা তা ভেবে দেখছেন লাল-হলুদ কর্তারা। ইতিমধ্যেই ফেডারেশনে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গলের চিঠি। আইএফএ সচিব উত্পল গঙ্গোপাধ্যায়ও ফেডারেশন কর্তাদের সঙ্গে কথা বলছেন। রাজ্য ফুটবল সংস্থার তরফেও চিঠি পাঠানো হচ্ছে। ফেডারেশন কর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন লাল-হলুদ কর্তারাও। ইস্টবেঙ্গল ম্যাচ যেহেতু এখনও বেশ কয়েকদিন পরে তাই ওই ম্যাচ নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছে না ফেডারেশন। প্রসঙ্গত ১০ ফেব্রুয়ারি রিয়াল কাশ্মীরের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু তুষারপাতের কারণে সূচি পরিবর্তিত হয়ে ২৮ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা। 

আরও পড়ুন - IND vs AUS : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নেতৃত্বে বিরাট কোহলিই, বিশ্বকাপ দলের ইঙ্গিত দিলেন নির্বাচকরা

এদিকে সোমবার শ্রীনগরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে গতবারের আই লিগ চ্যাম্পিয়ন মিনার্ভা পঞ্জাব এফসি-র। জঙ্গি হামলার পর নিরাপত্তার কথা মাথায় রেখে মিনার্ভা কর্তা রঞ্জিত বাজাজও ফেডারেশনকে চিঠি দিয়ে ওই ম্যাচ সরাতে বলেছেন। কিংবা ম্যাচের সূচি বদলাতে বলেছেন। প্রয়োজনে এই পরিস্থিতিতে শ্রীনগরে না খেলতে গিয়ে প্রতিপক্ষকে তিন পয়েন্ট দিতে তৈরি তারা।  তবে আই লিগ সিইও সুনন্দ ধর জানিয়ে দিয়েছেন সোমবার সূচি মেনেই শ্রীনগরে ম্যাচ হওয়ার কথা। পরিস্থিতির ওপর নজর রাখছে এআইএফএফ। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় কথা বলছে তারা।       

.